: বলোতো মুরগির ব্রেস্ট নেই কেন ?
: মোরগের হাত নেই বলে ।
Nov 06
কার বেশি সুখ
: বলো তো সেক্স করার সময় ছেলে না মেয়ে কে বেশি আনন্দ পায়?
: অব্যশই মেয়ে
: কেন ?
: যখন কাঠি দিয়ে কান খোঁচাও আরামটা কোথায় লাগে, কানে না লাঠিতে ?
Nov 06
ডান রাজনীতিবিদ
আজীবন বাম রাজনীত করেছেন খ্যাতনামা এক রাজনীতিবিদ । এখন মৃত্যুশয্যায় শুভার্থীরা ঘিরে আছে শেষ সময়ের বাণী শোনার জন্য ।
রাজনীতিবিদ বললেন, মরার আগে আমি একটা ডান দলে যোগ দিতে চাই ।
: কেন ? এই শেষ বেলায় কেন কপালে কলঙ্ক লাগাতে চান ?
: মরার আগে অন্তত একজন ডান রাজনীতিবিদ মেরে যেতে চাই ।
Nov 06
উঠবে এবং পড়বে
এক মাতাল দুতলা থেকে জানালা দিয়ে পেশাব করছে | তখন আরেক মাতাল বলছে, আরে তোর পেশাব বেয়ে তো চোর উঠে যাবে ?
এ কথা শুনে প্রথম মাতাল বলল, আমি কি তোর মতো বলদ নাকি, আমি ছেড়ে ছেড়ে করছি যাতে চোর উঠে আর পড়ে যায় ।
Nov 06
আমি পত্রিকা বিক্রি করি
এক বন্ধু তার আরেক বন্ধুকে বলল,জানিস? আমি না পত্রিকার কাজ করি ।
২য় বন্ধু বলল,কি কাজ করিস? রিপোরটার নাকি ছবি তুলিস?
১ম বন্ধু জবাব দিল,আমি পত্রিকা বিক্রি করি ।