একলোক মারা গেছে। তো সে স্বর্গে গিয়ে দেখল একটা বিশাল ওয়াল দেয়াল-ঘড়িতে পরিপূর্ণ !
লোকটি স্বর্গের দূতকে জিঞ্জেসকরল,এখানে এতগুলো ঘড়ি কেন?
স্বর্গের দূত : এগুলো হল মিথ্যাঘড়ি. প্রত্যেক মানুষের জন্য একটাকরে মিথ্যা ঘড়ি আছে। দুনিয়াতে থাকা অবস্থায় কেউ যদিএকটি মিথ্যা কথা বলে তাহলে ঘড়িটি একবার দুইটি বললে দুবার ঘুড়বে,এইভাবে যেযত মিথ্যা বলে তার ঘড়িততবার ঘুড়বে।
লোক : ঐ ঘড়িটি কার?
দূত : এটা mother তেরেসার ঘড়ি। তার ঘড়িটি একবারও ঘুড়েনি। তার মানে তিনি দুনিয়াতে থাকা অবস্থায় একটাও মিথ্যা কথাবলেন নি।
লোক : বাংলাদেশের রাজনীতিবিদ- দেরঘড়িগুলো কোথায়???
দূত : তাদের ঘড়িগুলো আমাদেরঅফিসে আছে। এগুলোকে আমরা টেবিল ফ্যান হিসেবে ব্যবহার করি ।
Category: রাজনীতি
Jun 26
মিথ্যাঘড়ি
Jun 24
চুলকানি হয়েছে
আবুল গেল তার জ্যোতিষ বাবারকাছে ডান হাত বাড়িয়ে বলল, বাবা! আমার ডান হাত চুলকায়।
কী আছে সামনে বলেন?
জ্যোতিষ বাবা বলল, তোর অর্থ প্রাপ্তি সুনিশ্চিত!
আবুল বলল, বাবা, বাম হাতও চুলকায়!
বাবা বলে, কী বলিস! তোর আরও অর্থ আসবে।
আবুল আনন্দিত গলায় বলল,বাবা বাবা,আমারডান হাঁটু চুলকায়।
জ্যোতিষ বলল, তোর বিদেশ যাত্রা হবে।
খুশিতে গদগদ আবুল মহা উৎসাহের সাথে বলল, আমার বাম হাঁটুও চুলকায়!!
বিরক্ত হয়ে জ্যোতিষী বলল,ওরে হারামজাদা, তোরতো চুলকানি হয়েছে!!
Jun 18
বাংলাদেশের রাজনীতিবিদ
আমেরিকা একবার মঙ্গলগ্রহে মানুষ
পাঠানোর পরিকল্পনাকরলো।।
তো, বিভিন্ন
জায়গা থেকে সেখানে মানুষ গিয়ে হাজির
হল।। কিন্তু শর্ত ছিল যে শুধুমাত্র
একজনই যেতে পারবে এবং সে পরবর্তীতে আর
পৃথিবীতে ফিরে আসতে পারবে না।।
প্রথম আবেদনকারী একজন ভারতীয়
ইঞ্জিনিয়ার ছিলেন।। তাকে জিজ্ঞেস
করা হল
তিনি যাওয়ার জন্য কত টাকা চান।। শুনে তিনি বললেন,
১ মিলিয়ন ডলার, সে টাকার অর্ধেক
আমি আমার পরিবারকে দিতে চাই।।
বাকি অর্ধেক দান করতে…চাই।।
এর পরের আবেদনকারী ছিলেন একজন
রাশিয়ান ডাক্তার।। তাকে জিজ্ঞেস করা হল যাবার
জন্য তিনি কত টাকা চান।।তিনি উত্তর
দিলেন, ২ মিলিয়ন।। এর মাঝে ১ মিলিয়ন
আমার পরিবারের জন্য আর বাকি ১
মিলিয়ন
মেডিকেলের উন্নয়নের জন্য দান করতে চাই।।
এবার তৃতীয় আবেদনকারী।।তিনি ছিলেন
আমাদের বাংলাদেশের একজন
রাজনীতিবিদ।
উনাকে জিজ্ঞেস করা হল তিনি কত
টাকা চান।। তিনি প্রশ্নকর্তার কানে কানে ফিসফিস করে বললেন, ৩
মিলিয়ন!!
প্রশ্নকর্তা শুনে অবাক।।বলল,
এতো বেশি কেন??
তখন রাজনীতিবিদ আবার তার
কানে কানে বলল, ১ মিলিয়ন আমি রাখবো।।
এক মিলিয়ন আপনাকে দিবো।। আরেক
মিলিয়ন
ভারতীয়
ইঞ্জিনিয়ারটাকে দিয়ে তাকে মঙ্গল
গ্রহে পাঠিয়ে দিবো ।
Jun 13
Write Essays Quickly
As Storti and Bennhold-Samaan (80) documents within their Peace Corps Cross-cultural Workbook, the american-style might be more open in comparison to that of different civilizations. Kennedy was write essays quickly contesting for presidency inside the Usa of America. Independent of the small turmoil with Korea, “the prior decade were a period of time of unparalleled success.” The fresh creation had utter belief while in the government, plus they thought enthusiastic write essays quickly and talented. Continue reading
May 09
মাছের মুখে হাসিনা-খালেদা
এক লোক একটি মাছ ধরল। বাসায় এসে পানি গরম করার জন্য পানির কল ছাড়ল, পানি নাই..চিন্তা করল, ভেজে খাবে। চুলা জ্বালাতে গেল, গ্যাস নাই…ভাবল, তাহলে ওভেনে রান্না করবে, দেখে কারেন্ট নাই…তখন ভেবে দেখল, তাহলে মাছ দিয়ে আর কী হবে। সে নদীতে গিয়ে ছেড়ে দিল মাছটাকে।
পানিতে পড়েই মাছটা চেঁচিয়ে উঠল, ‘বাংলাদেশ জিন্দাবাদ’, ‘হাসিনা-খালেদা জিন্দাবাদ।