Category: পড়াশুনা

পাশ ফেল

বাবা-ছেলের মধ্যে কথা হচ্ছে—
বাবা: পরীক্ষায় এবার তুমি পাস-ফেল যাই করো না কেন, তোমাকে একটা সাইকেল কিনে দেব।
ছেলে: বাবা, তুমি খুব ভালো। তা কোন সাইকেল কিনে দেবে তুমি?
… বাবা: পাস করলে কলেজে যাওয়ার জন্য নতুন রেঞ্জার সাইকেল কিনে দেব।
ছেলে: আর যদি ফেল করি?
বাবা: তাহলে ভাঙাচোরা একটি সাইকেল কিনে দেব।
ছেলে: কেন?
বাবা: বাজারে ঘুরে ঘুরে যাতে তুমি দুধ বিক্রি করতে পারো।

ইংলিশে এর অর্থ কি

বাবা তার ছেলে কে পড়াচ্ছিলেন। বাকি সবাই টিভি দেখছিলেন।

বাবাঃ মাথার ইংলিশ হেড, পা এর ইংলিশ লেগ, নাক এর ইংলিশ নোস, হাত এর ইংলিশ হ্যান্ড। এভাবে শরীর এর সব ইংলিশ পড়াচ্ছিলেন।

ছেলেঃ চিন্তিত হয়ে বাবা নুনুর ইংলিশ কি?

Unallow হলাম

টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক ছাত্র তার শিক্ষকের কাছে গেল।
স্যার, আমি কেন unallow হলাম?
এ-জন্যই তুমি disallow হয়েছ।

গরুরে মানুষ বানানো

গরুকে মানুষ বানানোর শিক্ষা
ছাত্র : স্যার আমাগো গরুটারে মানুষ বানাইয়া দেন। এইটায় খাইতে চায় না। হালচাষে যাইতে চায় না। কামে নিতে গেলেই ল্যাডাইয়া পড়ে। এইটারে একটু মানুষ বানাইয়া দেন স্যার।
শিক্ষক : বেটা বেয়াদব। আমি কি গরুর ডাক্তার, না গরুর শিক্ষক? ফাজলামি আর জায়গা পাস না। বেয়াদব কোথাকার…
ছাত্র : স্যার আপনি না ক্লাসে আমাগোর পিটানোর সময় কন_ জীবনে আপনি বহুত গরুরে মানুষ বানাইয়া ছাড়ছেন। সেইটা চিন্তা কইরাই…….

Rain is reading

শিক্ষক
ও ছাত্রের মধ্যে কথা হচ্ছে-
শিক্ষকঃ ‘বৃষ্টি পড়ছে’-এর Translation করো।
ছাত্রঃ Rain is reading