পদা: হ্যাঁ রে গদা, জীবনে একটা মেয়ের সাথে প্রেম করলাম আর তাকেই শেষ পর্যন্ত বিয়ে করতে হলো। আর তুই কিনা এই বয়সেও একটার পর একটা প্রেম চালিয়ে যাচ্ছিল অথচ একটাও বিয়ে করা লাগলো না! রহস্য কী?
গদা: আমি মেয়েদের সাথে সঠিক ব্যবহার করি।
Aug 03
পদা: হ্যাঁ রে গদা, জীবনে একটা মেয়ের সাথে প্রেম করলাম আর তাকেই শেষ পর্যন্ত বিয়ে করতে হলো। আর তুই কিনা এই বয়সেও একটার পর একটা প্রেম চালিয়ে যাচ্ছিল অথচ একটাও বিয়ে করা লাগলো না! রহস্য কী?
গদা: আমি মেয়েদের সাথে সঠিক ব্যবহার করি।
Jul 30
টেলিফোনের অপর প্রান্তে এক তরুণীর কণ্ঠ শোনা গেল।
– একটা ছেলে জানালা দিয়ে আমার ঘরে আসতে চাইছে।
– এটা পুলিশ স্টেশন নয়, এটা ফায়ার বিগ্রেড অফিস।
– এটা যে ফায়ার বিগ্রেড অফিস তা জেনেই আমি ফোন করেছি। ছেলেটার আরো একটু বড় মই দরকার।
Jul 27
ছেলেটির সাথে মেয়েটির তুমুল ঝগড়া হল। কিছুদিন পর মেয়েটি রেগে চিঠি লিখল – ‘তোমার কাছে আমার যে ছবি আছে তা পত্রপাঠ ফেরত পাঠাবে। ‘
ছেলেটি একটি প্যাকেটে একশ মেয়ের ছবি পাঠিয়ে দিয়ে লিখল, – ‘এর ভিতর থেকে তোমার টা বেছে নাও, তোমার চেহারা ঠিক মনে পড়ছে না।’
Jul 27
প্রেম করে বিয়ে করার পর বন্ধুকে বউ দেখাতে নিয়ে এসেছে আরিফ।
বউ দেখানোর পর আরিফ বলল, দোস্ত, আমার বউ কেমন দেখলি?
– বুঝলাম, প্রেম আসলেই অন্ধ।
Jul 26
বাড়ির পেছনের দরজা দিয়ে বেরিয়ে এল রনি। মণি তাকে নিয়ে এল গলির মোড়ে। সেখানে দাঁড়িয়ে আছে এক ট্যাক্সি। দু’জনে উঠে পড়ল। ট্যাক্সি ছুটে চলল।
মণি বলল, আরে, আপনি আমাদের নিয়ে কোথায় চলেছেন? আমরা তো আপনাকে কিছুই বলি নি।
ড্রাইভার বলল, কোথায় যাবেন আমি জানি, এমনকি ভাড়াও পেয়ে গেছি।
– তাই নাকি? কে দিল?
– এক বুড়ো ভদ্রলোক।