একদিন মেয়ে বাবার কাছে গিয়ে বলল: বাবা,আমি একটু কথা বলতে চাই! জরুরী!
বাবা: বলো?
মেয়ে: আমি একটা ছেলেকে ভালোবাসি! কিন্তু সে থাকে আমেরিকায়! তার সাথে আমার ডেটিং ওয়েবসাইটে দেখা হয়! facebook এ ফ্রেন্ড হই! whatsapp এ অনেক chat হয়! সে আমাকে skype তে propose করে! আমারা ২ মাস ধরে viber এ প্রেম করছি! এখন আমরা বিয়ে করতে চাই!
বাবা: সত্যি? তাহলে twitter এ বিয়ে কর, tango তে মজা আর হানিমুন কর! আর e-bay থেকে বাচ্চা কিনো, তা রিসিভ করো gmail এ। husband এর সাথে chat
করতে করতে বিরক্ত হলে , তাকে bikroy . com এ বিক্রি করে দাও!
Category: প্রেমিক- প্রেমিকা
Oct 26
bikroy . com এ বিক্রি করে দাও
Oct 21
আত্মহত্যা করবে
দুই প্রেমিক-প্রেমিকা ঠিক করেছে আত্মহত্যা করবে। উঁচু পাহাড় থেকে প্রথমে ছেলেটি ঝাঁপ দিল, কিন্তু মেয়েটি দিল না। সে চোখ বন্ধ করে বলল, ভালোবাসা অন্ধ।
তাই সে পাহাড়ের উপর আস্তে করে চোখ বুঝে পড়ে রইল।
.
.
.
.
.
.
.
.
-এদিকে ঝাঁপ দেওয়ার পর ছেলেটি প্যারাসুট খুলে বলল, প্রকৃত ভালোবাসা কখনো মরে না!
Oct 21
ফেইসবুকের পাসওয়ার্ড
৩ ছেলে এক মেয়েকে প্রপোজ করল-
ছেলে ১ : আমি তোমার জন্য মরতে পারি।
মেয়ে : এটা সবাই-ই বলে।
ছেলে ২ : আমি তোমাকে আকাশের তারা এনে দেব.
মেয়ে : পুরাতন ডায়লগ ।
ছেলে ৩ :আমি তোমাকে আমার ফেইসবুকের পাসওয়ার্ডটা দেব!!!
মেয়ে (অশ্রু মিশ্রিত কণ্ঠে): হায় রে পাগল!!!!!
এত ভালবাস তুমি আমাকে!!!!!!
আই লাভ ইউ <3 :* <3
জান….
Sep 25
বল্টু ছেকা খেয়েছে
বল্টু এক মেয়েকে ভালোবাসে,মেয়েটা বল্টুর ইন্টারভিউ নিচ্ছে…
মেয়েঃ তুমি খুব অভদ্র তাইনা ???
বল্টুঃ না না,আমার মতো নম্র,ভদ্র ছেলে আর একটাও পাবেনা।
মেয়েঃ তুমি পড়ালেখায় খুব কাঁচা তাইনা ????
বল্টুঃ না না আমি খুব ভালো স্টুডেন্ট,আমার জীবনে ফেল বলে কিচ্ছু নেই।
মেয়েঃ তুমি বখাটে টাইপের ছেলে তাইনা ??
বল্টুঃ না না ,মেয়েদের পূর্ব দিক হলে আমার পশ্চিম দিক।
মেয়েঃ অহ,তাহলে তো হলো না।অভদ্র ,বখাটে আর পড়ালেখায় কাঁচা এমন ছেলে ই আমার পছন্দ হয়।
বল্টুঃ বিশ্বাস করো আমি খুব অভদ্র,বখাটে আর ইন্টারমেডিয়েটে ২ বার ফেল করেছি
Sep 20
বাসুদার গালফ্রেন্ড
গভীর রাত!
বাসুদা আর বাসুদার গালফ্রেন্ড একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে |
হঠাৎ বাসুদা আকাশের দিকে তাকিয়ে গালফ্রেন্ডকে বললো,
ঐ তারাটা কে জানো ?
গালফ্রেন্ড- কে ?
বসুদা – ঐটা হইলা তুমি |
এই শুনে গালফ্রেন্ড বাসুদার গালে একটা কষিয়ে চর দিলো |
বাসুদা- তুমি আমারে মারলা |
গালফ্রেন্ড- অত উচার থেকে পইরা গেলে মইরা যামুনা !
shubhajitsarkar2012@gmail.com