বান্ধবীকে রাতের বেলা বাড়ি পৌঁছে দিতে এসেছে বাবু। দরজার পাশে দেয়ালে ভর দিয়ে দাঁড়িয়ে বললো সে, একটা চুমো খেতে দাও আমাকে।’ ‘কী? তুমি পাগল হলে? এখানে দাঁড়িয়ে না না না!’ ‘আরে কেউ দেখবে না। এসো, একটা চুমো।’ ‘না না, খুব ঝামেলা হবে কেউ দেখে ফেললে।’ ‘আরে জলদি করে খাবো, কে দেখবে?’ ‘না না, কক্ষণো এভাবে আমি চুমো খেতে পারবো না।’ ‘আরে এসো তো, আমি জানি তুমিও চাইছো — খামোকা এমন করে না লক্ষ্মী!’ এমন সময় দরজা খুলে গেলো, বান্ধবীর ছোট বোন ঘুম ঘুম চোখে দাঁড়িয়ে। চোখ ডলতে ডলতে সে বললো, ‘আপু, বাবা বলেছে, হয়তুমি চুমো খাও,নয়তো আমি চুমো খাই, নয়তো বাবা নিজেই নিচে নেমে এসে লোকটাকে চুমো খাবে —
কিন্তু তোমার বন্ধু যাতে আল্লার ওয়াস্তে ইন্টারকম থেকে হাতটা সরায়।’
Category: প্রেমিক- প্রেমিকা
Mar 27
একটা চুমো
Mar 27
ভালবাসাতো ভাই
পলি আর তার বয়ফ্রেন্ড রফিক বসে গল্প করছে। এমন সময় পলির ৩জন বান্ধবী এসে হাজির। এসেই প্রশ্ন করতে শুরু করে……
বান্ধবীরাঃ টিনা এটা কে রে?
পলিঃ আমার ভাই।
বান্ধবীরাঃ কেমন ভাই রে, চাচাতো?
পলিঃ না।
বান্ধবীরাঃ মামাতো?
পলিঃ না।
বান্ধবীরাঃ খালাতো?
পলিঃ না।
বান্ধবীরাঃ ফুফাতো?
পলিঃ না।
বান্ধবীরাঃ (রেগে গিয়ে) কি ভাই বলবি তো?
পলিঃ ও আমার ভালবাসাতো ভাই!!
Feb 22
ওটা মিসকল ছিল
মন্টু আর মলির মধ্যে ভীষণ প্রেম। দিনভর কথা বলতে বলতে মোবাইলটা তাদের কানের অংশ হয়ে উঠেছে। একদিন মন্টু বলল, ওগো শুনছ, শুনলাম মোবাইলে এত বেশি কথা বললে নাকি অসুখ- বিসুখ করতে পারে। চলো, আমরা এবার নতুন কিছু করি। পুরোনো দিনে ফিরে যাই। এখন থেকে আমরা চিঠি আদান- প্রদান করব। শুনে মলি বলল, হু। তা তো ভালোই বলেছ গো। কিন্তু চিঠি দেব কী করে? মন্টু: কেন? প্রাচীনকালের মতোই। কবুতরের পায়ে বেঁধে! ব্যস। পরদিন থেকে শুরু হলো চিঠি আদান- প্রদান। চিঠি আসে, চিঠি যায়। কবুতর বেচারার ত্রাহি ত্রাহি দশা! একসময় মলির কাছে উড়ে এল কবুতর, কিন্তু পায়ে কোনো চিঠি বাঁধা নেই। নিয়ম ভেঙে মন্টুকে ফোন করে বসল মলি, কী গো, কবুতরের পায়ে তো কিছু বাঁধা নেই। তুমি কিছু লেখোনি? মন্টু: আহ! বুঝলে না? ওটা মিসকল ছিল।
Feb 14
এক পায়ে নুপুর
গার্লফ্রেন্ড : জান একটা গান শুনাব শুনবে ?
বয়ফ্রেন্ড : হ্যা শুনাও ,
গার্লফ্রেন্ড : এক পায়ে নুপুর আমার.. অন্য পা খালি . . . . . .
বয়ফ্রেন্ড : হা হা হা ,
গার্লফ্রেন্ড : হাসলে কেন ?
বয়ফ্রেন্ড : যতই চালাকি কর না কেন আমি কিন্তু আর নুপুর কিনে দিতে পারব না ।
Feb 11
প্রথম পুরুষ LOL
এক মেয়ে নতুন ফেসবুক চালাচ্ছে !!! সে ভাবছিল Lot Of Love কে সংক্ষেপে LOL বলা হয় ! সে একদিন তার বয়ফ্রেন্ডকে একটা ম্যাসেজ পাঠাইলো! সেটা দেখে তার বয়ফ্রেন্ডের জ্ঞান হারানোর ম্যাসে !!! ম্যাসেজ টা ছিল তুমি ই আমার জীবনে প্রথম পুরুষ LOL।