Category: প্রেমিক- প্রেমিকা

positive

মেয়ের বাবার কাছে পাত্র হিসাবে ছেলেটি গিয়েছে সাক্ষাতকার দিতে।

মেয়ের বাবা : সিগারেট খাও

ছেলে:হ্যাঁ।

মেয়ের বাবা : মদ খাও

ছেলে:হ্যাঁ।

মেয়ের বাবা : বার,নাইট ক্লাবে যাওয়ার অভ্যেস আছে?

ছেলে:হ্যাঁ।

মেয়ের বাবা : সবই তো দেখছি negative. positive কিছু নাই??

ছেলে:হ্যাঁ। তাও আছে ।

মেয়ের বাবা : কি সেটা?

ছেলে: আজ্ঞে HIV মানে HIV positive.

ট্যাক্সি ডাকতে গেছেন

বাড়ি থেকে পালাচ্ছে এক তরুণী। গেটের কাছে অপেক্ষা করছে তার প্রেমিক। উভয়ের মধ্যে কথা হচ্ছে-

প্রেমিক : তোমার বাবা টের পাননি তো?

প্রেমিকা : উনি বাসায় নেই।

প্রেমিক : বল কী? এত রাতে বাসার বাইরে?

প্রেমিকা : আমাদের জন্য ট্যাক্সি ডাকতে গেছেন।

রক্ত কিস্তিতে শোধ দেব

১টি ছেলে ও ১টি মেয়ের মাঝে গভীর প্রেম ছিল। ছেলেটি একবার হাত কেটে রক্ত দিয়ে মেয়েটিকে চিঠি লিখেছিল। কিছুদিন পর তাদের ভালবাসা নষ্ট হল। তো যার কাছে যার দেনা পাওনা ছিল মিটিয়ে নিচ্ছিল।

সব শেষে ছেলেটি বললো আমার রক্ত ফেরত দে, মেয়েটি সাথে সাথে তার সালোয়ারের নিচ থেকে ১টা ন্যাপকিন বের করে ছেলেটির হাতে দিয়ে বললো নে শালা তোর রক্ত কিস্তিতে শোধ দেব!!!

কিছু না ঘটে তবে

লন্ডনের হাউজ পার্কে বসে এক তরুন -তরুনী ভবিষৎতের সুখ স্বপ্ন রচনার বিভোর প্রেয়সীর হাতে জোরে চাপ দিয়ে পল বললো – আমি সব কিছু ভেবে রেখেছি । এমনকি তোমার জন্য একটা জীবন বীমা করে রেখেছি যাতে আমার ঘটলে তোমার কিছু অসুবিধা না হয়। সত্যিই কর সুন্দর তুমি পল …কিন্তু কিছু না ঘটে তবে আমার উপায় কিহবে ?

প্লাস্টিকের ফুল

প্রেমিকাঃ তুমি আমার জন্য তাজা ফুল না এনে প্লাস্টিকের ফুল কেন এনেছ???

প্রেমিকঃতাজা ফুল বেশি সময় তাজা থাকে না । তোমার জন্য নিচে অপেহ্মা করতে করতেই ওই ফুল শুকিয়ে যায় ।