Category: প্রেমিক- প্রেমিকা

সেক্সি মেয়েতে ছেলে বেহুঁশ

ক্লাসে খুব সুন্দরি ও
সেক্সি একটা মেয়ে প্রবেশ
করল।
মেয়েটিকে দেখে তো ক্লাসের
সব ছেলে দিওয়ানাহয়ে গেল।
কিন্তু
মেয়েটি ক্লাসে ঢুকে এমন
এক কথা বলল,
যা শুনে ছেলেগুলো বেহুঁশ
হয়ে গেল!
কি বলেছিল মেয়েটি???
মেয়েটি বলেছিল –
ভাইজান একটু চাপেন,
ক্লাস রুম টা ঝাড়ু
দিতে হবে!

ভালোবাসার সূচনাটা

টিভিতে দেখি ছেলের
গায়ে মেয়ে পরে যাওয়া, মেয়ের
ওড়না উড়ে ছেলের মাথায়
গিয়ে পরা- ভালোবাসার সূচনাটা এসব দিয়েই শুরু।
বল্টু আজ বেল্কনিতে বসে চা খাচ্ছিল
এমন সময় পাশের বাসার
বেল্কনি শুকাতে দেয়া এক খানা কাপড়
এসেতার মুখটাকে ঢেকে দিল!!
বল্টু বিষয়টা উপোভোগ
করতে যাবে এমন সময়
বুঝতে পারল ওটা পাশের বাসার ॥
আঙ্কেলের লুঙ্গি ছিল!!.
ধ্যাত আমি ভাবছিলাম
মেয়েদের ওরনা

ছেকাবাবা মমিন

ছেকাবাবা মমিন তার কলেজের এক
মেয়েকে বলল ,I love u
এখন তুমি আমাকে বল
মেয়েঃ- আমি এখন স্যারকে গিয়া বলব।
ছেঁকাবাবা মমিনঃ- ওরে, স্যারকে বইলো না
ওনার বিয়ে হয়ে গেছে।

মেয়েটা কানে কম শোনে

রণন আর নাছের দুই বন্ধুতে কথা হচ্ছে। রণন:
বুঝলি নাছের, সুলেখাকে আমি ভালোবাসতাম,
কিন্তু এখন আর বাসি না। নাছের: কেন? রণন:
মেয়েটা কানে কম শোনে। নাছের:
কী করে বুঝলি? রণন: আমি ওকে বললাম,
আমি তোমাকে ভালোবাসি। আর ও বলল, আমার
পায়ের স্যান্ডেলটা নতুন!

ম্মিরে ফোন দিতে গিয়া মাম্মিরে ফোন

একটা ছেলে ফোনে কথা বলছে :
ছেলে : ওউ পাম্মি মাই ডার্লিং ,
কেমন আছো ?
মেয়ে : কে বলছেন ?
ছেলে : ওউ জান্নু আমি তোমার
মজনু ! মেয়ে : তোর কন্ঠ তো চিনা চিনা লাগে . . . . তোর নাম
সজিব না ?
ছেলে : হ্যা জান্নু , চিনতে পারসো !
মেয়ে : তুই কি রহমান মিয়ার পোলা ?
ছেলে : হ্যা জান্নু ! মেয়ে : তুই কি আকবর মিয়ার নাতি ?
ছেলে : ( অবাক হয়ে ) তুমি এইটা কেমনে জানলা সোনা ?
মেয়ে : হারামজাদা , বেয়াদপ ,
আমি তোর মা ! তুই পাম্মিরে ফোন
দিতে গিয়া মাম্মিরে ফোন দিছস !!