Category: পাঁচমিশালী

ঘোড়ায় স্যাডল থাকে না।

এক ফরাসি তরুণী হারিয়ে গেছে।

ঘোড়ায় চড়ে এক রেড ইন্ডিয়ান এসে তাকে প্রস্তাব দিলো কাছের শহরে পৌঁছে দেয়ার।

রাজি হয়ে তরুণী তার ঘোড়ার পেছনে চড়ে বসলো। ঘোড়া ছুটতে লাগলো।

কিন্তু কোন এক বিচিত্র কারণে একটু পরপর রেড ইন্ডিয়ান লোকটি “আআআআআহহ” করে বিকট চিৎকার দিতে লাগলো।

শহরে পৌঁছে বাস স্টেশনের সামনে লোকটি নামিয়ে দিলো তরুণীকে, তারপর আরেকটা বিকট ইয়াহু চিৎকার দিয়ে উল্টোপথে ছুটে গেলো।

বাস স্টেশনের অ্যাটেন্ড্যান্ট বললো, ‘কী ব্যাপার, কী করেছেন আপনি, লোকটা অমন ক্ষেপে গেলো কেন?’

ঘাবড়ে গিয়ে তরুণী বললো, ‘কিছুই না। আমি তো ওর পেছনে ঘোড়ায় চড়ে বসেছিলাম, আর ওর হাত বাড়িয়ে ওর স্যাডলের সামনের দিকে হ্যান্ডেলটা শক্ত করে চেপে ধরে রেখেছিলাম শুধু।’

অ্যাটেন্ড্যান্ট বললো, ‘মিস, রেড ইন্ডিয়ানদের ঘোড়ায় স্যাডল থাকে না।’

সমস্যার সমাধান।

প্রশ্ন: চাঁদে একজন রাজাকার। এর মানে কী?

উত্তর: সমস্যা।

প্রশ্ন: চাঁদে দু’জন রাজাকার। এর মানে কী?

উত্তর: মহা সমস্যা।

প্রশ্ন: গোটা রাজাকার সমাজ চাঁদে। এর মানে কী?

উত্তর: সমস্যার সমাধান।

পাগল

এক বাস ড্রাইবার এক্সিডেন্ট করে রাস্তার পাশে জমির ভিতর ঢুকে পরে | পুলিশ এসে তাকে জিজ্ঞাস করল, ফাকা রাস্তায় সে কেন এরকম এক্সিডেন্ট করল?

ড্রাইবার বলল, স্যার আমি তো ভালোভাবেই বাস চালাচ্ছিলাম, হটাৎ করে এক পাগল রাস্তার মাঝে এসে নাচতে শুরু করল ।
আমি ভাবলাম আমি যদি পাগলকে বাচাই, তাহলে বাসের সবাইকে মারতে হবে আর যদি বাসের সবাইকে বাচাই, তাহলে পাগলকে মারতে হবে । আমি চিন্তা করে দেখলাতম, একজনের চেয়ে, সবাইকে বাচানো ভালো । তাই আমি সিদ্ধান্ত নিলাম পাগলটাকে মারবো ।

স্যার আমি যখন পাগলটাকে মারতে গেলাম , পাগলটা দৌড়ে জমির ভিতর ঢুকে গেল ।

মরা পাখি উড়ে

মামা দেশের সেরা তিনজন শিকারির মাঝে নিজেকে একজন মনে করেন । একদিন ভাগ্নেকে নিয়ে মামা শিকারে গেলেন | একটি পাখি উড়ে যেতে দেখে ভাগ্নে বলল, মামা ঐ পাখিটি শিকার করো ।

মামা তার সকল প্রতিভা লাগিয়ে পাখিটার দিকে গুলি মারলো  কিন্তু নিরবে উড়ে গেল ।

ভাগ্নে বলল, মামা তোমার মতো শিকারি এটা মারতে পারলে না?

মামা বলল, ভাগ্নে আমি এখনোও বুঝতে পারছি না, মরা পাখি কিভাবে উড়ে !!

বাংলাদেশি এবং আমেরিকান

এক আমেরিকান এক বাংলাদেশি লোককে তার দেশে ডেকে নিয়ে ৪০ ফুট গরত কোরে এক টুকরা তার বের কোরে বলল দেখ আমাদের দেশ এ ৪০০ বছর আগে কেবল নেটওয়াক ছিল। তখন বাংলাদেশি তাকে বাংলাদেশে ডেকে ৪০ ফুট গরত কোরে বলল দেখ কিছু দেখতে পাও? আমেরিকান বলল না। তখন বাংলাদেশি তাকে বলল ৪০০ বছর আগে আমাদের দেশে ওয়ারলেস নেটওয়াক ছিল।