Category: ডাক্তার- রোগী

ডাক্তারের সাথে চ্যাট

এক ব্যক্তি ইন্টারনেটে তার ডাক্তারের সাথে চ্যাট করছে।
ব্যক্তিঃডাক্তার সাহেব, খুব ঝামেলায় পড়েছি।
ডাক্তারঃকি সমস্যা?
ব্যক্তিঃআমার বউয়ের কানে সমস্যা হয়েছে। কথা শুনতে পাচ্ছেনা !
ডাক্তারঃআরে এটা কোনো সমস্যা না। ওষুধের নাম বলে দিচ্ছি। এটাখেলে ঠিক হয়ে যাবে। তবে আগে বুঝতে হবে কতটুকু সমস্যা হয়েছে।আচ্ছা পরীক্ষা করা যাক।
ব্যক্তিঃকিভাবে?
ডাক্তারঃএক কাজ করুন।১০ মিটার দূর থেকে তাকে জিজ্ঞেস করুন সে কি করে।যদি উত্তর না পান তবে ৮ মিটার দূর থেকে তাকে জিজ্ঞেস করুন সে কি করে।এভাবে উত্তর না পেলে যথাক্রমে ৬, ৪ ও ২ মিটার দূর থেকে তাকে জিজ্ঞেস করুন সে কি করে।এবারও না পেলে একেবারে কানের কাছে গিয়ে জিজ্ঞেস করুন এবং কখন উত্তর পান তা আমাকে জানান।
এরপর ঐ ব্যক্তি তার বউয়ের ১০ মিটার দূরে থেকে জিজ্ঞেস করল,”কি কর?”- কোনো উত্তর নাই।
৮ মিটার দূরে থেকে জিজ্ঞেস করল,”কি কর?”- কোনো উত্তর নাই।
৬ মিটার দূরে থেকে জিজ্ঞেস করল,”কি কর?”- কোনো উত্তর নাই।
৪ মিটার দূরে থেকে জিজ্ঞেস করল,”কি কর?”- কোনো উত্তর নাই।
২ মিটার দূরে থেকে জিজ্ঞেস করল,”কি কর?” – কোনো উত্তর নাই।
এইবার একেবারে কাছে গিয়ে জিজ্ঞেস করল, “কি কর?”
এইবার বউয়ের রাগান্বিত গলা শুনতে পেল,”এই নিয়ে ৬ বার বললাম আলু আর পটল রান্না করি।

চিং চোঙ মিইকুং কং চা নাউ ”

এক চাইনীজ হাসপাতালে ভর্তি ছিল…
জিমি তাকে দেখতে গেল…
চাইনীজ বলল… “চিং চোঙ …
মিইকুং কং … চা নাউ ”
এবং মরে গেল…
জিমি চীনে গেল কথাটার অর্থ জানার
জন্য .. কথার অর্থ টা হল…
…“কুত্তা আমার অক্সিজেন পাইপ
থেকে পা উঠা…!!

ডাক্তারদের বিয়ে

ডাক্তারদের বিয়ে… কিছুটা এমন ভাবে হওয়া উচিত…যাতে মনে হয় ডাক্তারের বিয়ে হচ্ছে……

বর ambulance এ আসবে।
বিয়ের অনুষ্টান হবে hospital এর ভিতরে… .!!
Photo এর জায়গায় X- Ray নেয়া হবে…!!
আর বিয়ের খাওয়াতে Vitamin – C দেয়াহবে সবাইকে… .!!
মেহমানদের cold drinks আর বোরহানিএর পরিবর্তে GLUCOSE & ORS দেয়া হবে…!!
বরের গলায় ফুলের হারের পরিবর্তে Stethoscope থাকবে… .!!
আর মজা তো তখন হবে… যখন বিয়ে করা শেষে ডাক্তার বলবে…
“NEXT PLEASE….!!!”

বাঁশির শব্দ

সাইকিয়াট্রিস্টঃ আপনি নাকি ঘুমানোর আগে খুব জোরে বাঁশি বাজান?
মানসিক রোগীঃ না বাজিয়ে উপায় নেই ডাক্তার সাহেব, এই বাঁশির শব্দ শুনেই তো গণ্ডারগুলো ভয় পেয়ে যায় আর আমাকে আক্রমণ করতে আসে না।
সাইকিয়াট্রিস্টঃ কিন্তু বাংলাদেশের আশেপাশে শত মাইলে মধ্যে তো কোন গণ্ডার নেই। ॥
মানসিক রোগীঃ আমার বাঁশির শব্দ শুনে পালিয়েছে!

ডেন্টিস্টের চেম্বার

ভয়ের কিছু নেই। চট করে আপনার দাঁত তুলে দেব।
– না, না, ডাক্তার সাহেব, আমার ভীষণ ভয় করছে। যন্ত্রণায় আমি মরেই যাব।
– ঠিক আছে এই নিন, খানিকটা ব্র্যান্ডি খেয়ে নিন।
(ব্র্যান্ডি খাওয়ার পর)
– কি, এখন সাহস বেড়েছে তো?
– নিশ্চয়ই বেড়েছে। এখন দেখি কোন শালা আমার দাঁত তুলতে আসে। হাত লাগাতে আসুক, বাপের নাম ভুলিয়ে দেব। এক ঘুঁসিতে দাঁত ফেলে দেব।