Category: ছাত্র-শিক্ষক

পরীক্ষায় ফেল

বাবা: যদি পরীক্ষায় ফেল করিস, তুই আমাকে আর বাবা বলে ডাকবি না। ফল বের হওয়ার পর…
বাবা: কিরে, তোর পরীক্ষার ফল কেমন হলো?

ছেলে: আমি দুঃখিত রফিক সাহেব!

পার্থক্য আর ফাইরতক্ক

নোয়াখালীর এক টিচারছাত্রদের পরাচ্ছে,
স্যার – বাচ্চারা difference মানে হইতেসে গিয়া ফাইরতক্ক ।
ছাত্র – স্যার এটা ফাইরতক্ক নাকি পার্থক্য ?

স্যার – আরে বাবা রা ফাইরতক্ক আর পার্থক্য এর মধ্যে কোন ফাইরতক্ক নাই ।

ফাসি দেওয়া যাবেনা

এক শিক্ষক ছাত্র কে বলছেন, বল তো বল্টু। মহাশুন্যে কি করা যায় না?

বল্টুঃ ফাসি দেওয়া যায় না.

কি ভাবে বাচাব

একদিন শিক্ষক পরাচ্ছেন পানি এবং সাতার নেয়া।সার বল্লেন তরা যারা সাতার পারিস্না যারা দুবে যাবি বা অন্ন কন কারনে পানিতে পরবি বা যে কেউ পরলে তার ছুল ধরে উঠাবি পানি থেকে।ত সঙ্গে সঙ্গে বল্টু বলে উঠল সার আপ্নি পানিতে পরলে আম্রা কেউ কিন্তু আপ্নাকে বাচাতে পারবনা।সার বল্ল কেন আমি তদের শিক্ষক আর আমাকে বাচাবিনা কিন্তু কেন?বল্টু বল্ল কারন সির আপ্নার মাথাতে ত চুল ই নাই।তখন শ্রেনির সবাই হেসে উঠল…………হাহাহাহাহাহাহাহাহাহ ।সার কি শিক্ষা দেই

দেশপ্রেম

টিচার : “তিন সপ্তাহ ধরে তোমাকে ‘দেশপ্রেম’ রচনা লিখে আনতে বলছি…লিখে আনো নাই কেন?”
ছাত্র : “ম্যাডাম, যখনই লিখি আব্বু নিয়ে চলে যায় ।”
টিচার : “মানে ?”
ছাত্র : “আব্বুর নির্বাচনী ক্যাম্পেইনিং চলছে তো…!