Category: ছাত্র-শিক্ষক

একের ভিতরে দুই

১ ।স্যার: এমন ১ টা বিপদের নাম বল ,যা থেকে উদ্ধার হলেও বিপদ, না হলেও বিপদ।
ছাত্র: লুঙ্গিতে আগুন লাগলে খুললে ও বিপদ, পরে থাকলে ও বিপদ!

২। ক্লাসে এক মেয়ে বলতেছে- বল তো কারা বেশি রাগ করে? ছেলেরা না মেয়েরা?
বল্টু : অবশ্যই মেয়েরা ।
মেয়ে : কীভাবে?
বল্টু :আমি যদি তোমাকে একটা চুমু দেই তাহলে তুমি রাগ করবে কিন্তু
তুমি আমাকে চুমু দিয়ে দেখ আমি কখনো-ই রাগ করব না!
বল্টু ROOCKS…..
মেয়ে SHOOCKS….।

ইয়াং লেডি টিচার

বাসে এক ইয়াং লেডি টিচার দাড়ে যাচ্ছিলো। এক বাচ্ছা টিচার কে দেখে ঝটপট দাঁড়িয়ে বলল।
বাচ্ছাঃ- ম্যাডাম আপনি আমার জায়গায় বসুন। ম্যাডাম বাচ্ছার গালে ঠাস করে একটা থাপ্পর লাগে দিলো।
বাচ্ছাঃ-আবছোস করে বলল। কেয়া জামান আগেয়া? আজ কাল গুরুজন কে শ্রদ্ধা করার পরিনাম কি এই? বলতে বলে আবার বাপের কোলে বসে পড়লো।

ম্যাডাম আকবরের বিছানায়

ম্যাডাম ক্লাস নিচ্ছে ——
ম্যাডামঃ- অনেক অনেক বছর আগের কথা। তখন মুঘল সম্রাট আকবর-এর শাসন কালছিলো। একদিন তিনি তার বিছানায় শুয়ে ছিলেন। এমন সময় এক ছাত্র
উঠে দাঁড়িয়ে বললোঃ- ম্যাডাম,এই পুলা পিছে থাইকা আমারে খালি খুচাইবার লাগছে
ম্যাডামঃ- আই পুলা, আমি আমার পড়ানোর সময় কোন ডিস্টার্ব চাই না। তাই একদম চুপ চাপ আমার পড়া কানের মইধ্যে হিলায় নাউ । নাইলে কানডা ধইরা বাইর কইরা দিমু।
বুঝছো? যত সব ফাউল পুলাপাইন
ম্যাডামঃ-তো আমরা আমাদের পড়ায় ফিরে আসি। আমি যেন কোথায় ছিলাম?
ছাত্ররা একসাথে বলে উঠলোঃ- ম্যাডাম আকবরের বিছানায় ছিলেন।

উত্তেজিত অবস্থায় দশগুণ বড় হয়ে যায়

এক প্রফেসর তার সাইকোলজি ক্লাসে এক
ছাত্রীকে প্রশ্ন করলেনঃ “মানুষের শরীরের কোন অঙ্গটা উত্তেজিত অবস্থায় সাধারণ অবস্থার চেয়ে দশগুণ বড় হয়ে যায়?”
মেয়েটি লজ্জায় লাল হয়ে বললোঃ “স্যার, এটা আমার পক্ষে বলা সম্ভব না!”
তখন একই প্রশ্ন প্রফেসর অন্য এক ছাত্রকে করলেন।
ছেলেটি দাঁড়িয়ে উত্তরে বললোঃ “স্যার, ঐ বিশেষ অঙ্গটি হলো চোখের মণি!”
তখন প্রফেসর ঐ মেয়েটিকে বললেনঃ “এক নম্বর কথা, তুমি পড়াশোনায় যথেষ্ট অমনোযোগী! দুই নম্বর কথা তোমার মনমানসিকতা যথেষ্ট অশ্লীল!
এবং তিন নম্বর কথা হচ্ছে বিয়ের পর তুমি অবশ্যই হতাশ হবে!!

আমি লায়ন বলেছি,লিয়ন নয়

ইংরেজী শিক্ষক ক্লাসে বাচ্চাদের পশুর ডাক চ্যাপ্টারে পড়া ধরছেন। ক্লাসে এসে তিনি পাজি ফাঁকিবাজ ছেলেটিকে দাঁড় করিয়ে দিয়েছেন।
শিক্ষক: ডগ ?
ছাত্র: ঘেউ ঘেউ ।
শিক্ষক: ক্যাট ?
ছাত্র: মিউ মিউ মিয়াও ।
শিক্ষক: লায়ন ?
ছাত্র: আহ আহ উহ ।
শিক্ষক: আমি লায়ন বলেছি,লিয়ন নয়।