গিন্নির স্ট্যাটাস- আজ করল্লা আর লইট্যা শুটকি দিয়ে গরুর
মাংসের দো পেয়াজি কর্ছি।
কর্তা অফিসে বসে- লাইক।কমেন্টস এ- ওয়াও! লাবুজানু,আই
উইল বি হোম সুন খ্যান্ট উয়েঠ
বাসার পিচ্চি- ডিসলাইক ,আমিবার্গার খামু।
বান্ধবি- এই রেসিপি টা লিখেশেয়ার দে না রে !আমিও
রাধঁবো ওর জন্য
পাশের বাসার ভাবি-লাইক,এন্ড আমাকে এক বাটি দিয়েন
তো আপা
বউয়ের আপন মা- আহারে আমার মেয়টা শশুর
বাড়ি গিয়ে কি কষ্টেই না আছে,এখনি চুলো গুতাচ্ছে সবাই
তোকে শুধু পোক করে নারে?
শাশুড়ি- কি যে রাধোঁ না তুমরা ? আমারে এই আইটেম
থেকে আনট্যাগ করো,আজ আমি সাগুদানা আর দুধ খাবো।
ননদ- স্ট্যাটাসে লাইক ও না,ডিসলাইক ও না।বয় ফ্রেন্ডের
সাথে চ্যাটে-জানু আমাকে কিন্তু
আজকে তুমি চাইনিজে নিয়ে যাবা,ভাবি আজকেও ছাইঁপাশ
রাধঁছে
দেবর- ফ্রেন্ডের সাথে চ্যাটে ।দোস্ত তোর
মেসে বুয়ারে চাউল এক পট বাড়ায়া দিতে ক!
আমি আইতাছি,দুপুরে খামু।
দাড়োয়ান- ম্যাডাম দর্জা জানলা বন কৈরা রান্ধেন
ফিলিজ,অলরেডি পাশের ফ্ল্যাটের লোকজন গন্ধের
চোটে রিপোর্ট বাটনে কিলিক মারছে।
জরিনা খাতুন’স রেসিপি পেজ- আপনি আমাদের রেসিপি নিজের
নামে চলানোয় আপনাকে আনফ্রেন্ড কর্তে বাধ্য হলাম।
বুয়া- কমেন্টস এ – ইসটেটাস পরে দিয়েন আগে শপিং মল
থাইকা আইসা রান্না বওয়ান খালাম্মা।
অতঃপর মান ইজ্জত খাওনের দুষে একটু পরেই বুয়ারে ব্লক:-( :P:P:
Category: স্বামী-স্ত্রী
Dec 07
২০২০ সালের ফেসবুক-
Dec 07
আমারটা নরম স্ত্রীরটা টাইট
এক রোগী এল ডাক্তারের কাছে…
রোগীঃ ডাক্তার সাহেব আমারটা খুব নরম অপরদিকে আমার স্ত্রীরটা বেজায় টাইট। কিছু একটা করেন…
ডাক্তারঃ ঠিক আছে এই ঔষুধটা দিলাম এটা লাগালে সব ঠিক হয়ে যাবে।
কিছুদিন পর রুগী আবার ডাক্তারের কাছে এল রেগেমেগে……..
রোগীঃ ডাক্তার সাহেব কী ঔষুধ দিলেন। ওটা মাখার পর আমারটা এখন এত নরম হয়েছে যে তা আর এখন দাড়ানোরও শক্তি পায় না!
ডাক্তারঃ What!!! ঔষুধটা তো আপনার স্ত্রীকে লাগানোর জন্য দিয়েছিলাম….
Dec 04
জামা-প্যান্টএর ভিতরে আমিও ছিলাম
মাটিতে ধপ করে কিছু পড়ার শব্দ হতেই বল্টুর বউ ছুটে এল।
স্ত্রী : কী গো কিসের শব্দ হলো ।
বল্টু : খাট থেকে আমার জামাপ্যান্ট পড়ে গিয়েছিল ।
স্ত্রী : কিন্তু জামা-প্যান্ট পড়লে এত জোরে তো শব্দ হওযার কথা না ।
বল্টু : আসলে জামা-প্যান্টএর ভিতরে আমিও ছিলাম।
Nov 18
দুই জন থেকে তিন জন
বিল্টু গ্রামে তার মায়ের কাছে ফোন করেছে…
বিল্টুঃ মা, একটা সুখবর আছে।
মাঃ বলিস কি! তাড়াতাড়ি বলে ফেল।
বিল্টুঃ এখন থেকে আমরা দুই জন থেকে তিন জন
হয়ে গেছি, মা।
মাঃ এই সুখবরটা এত দেরিতে বললি কেন?
তা ছেলে না মেয়ে হয়েছে রে?
বিল্টুঃ ওসব কিছু না। আমার বউ
আরেকটি বিয়ে করে ফেলেছে, মা!
Nov 17
কো-ও-ত করে পাদ দিল….
একদি বুড়ো আর বুড়ি ভাত
খেতে বসলো ।
বুড়া কানে একটু কম শুনে ।
.
খাওয়ার সমায় বুড়ি
কো-ও-ত করে পাদ দিল ।
-বুড়া বলে কে রে দরজা খুললো ।
.
-পাশের রুম থেকে ছেলের বউ
বলে::-
.
.
আম্মা দরজাটা বন্ধ করেন,
কুকুর ঢুকবে ।