Category: স্বামী-স্ত্রী

এক মাস শেষ হচ্ছে।

কী রে অমন মন মরা হয়ে বসে আছিস কেন?

আর বলিস না, বউ বলেছে মদ খাওয়া  না ছাড়লে এক মাস আমার সঙ্গে কথা বলবে না ।

বাঃ, এ তো বেশ ভাল কথা । এই এক মাস যত খুশি মদ খেতে পারবি।

আজই সে এক মাস শেষ হচ্ছে।

 

সাহস পেলাম না।

জাজঃ আপনি বলেছেন আপনার স্ত্রী আপনার দিকে একটা চেয়ার ছুড়ে মারলেন?

স্বামীঃ জি।

জাজঃ তারপর আপনার শাশুড়ি একটা টেবিল ছুড়ে মারলেন আপনার দিকে?

স্বামীঃ  জি।

জাজঃ তারপর কেন আপনি ঘর থেকে ছুটে বেরিয়ে এলেন?

স্বামীঃ  যখন দেখলাম তারা দুজনেই একসঙ্গে ড্রেসিং টেবিলটার দিকে যাচ্ছে তখন আর সাহস পেলাম না।

বাসর রাতে চুমু

বাসর রাতে স্বামী বউয়ের চোখে বারবার চুমু দিচ্ছে
বউ বলল, “ বারবার চোখে চুমু দিচ্ছ কেন?”

স্বামী, “ তোমার চোখ হলো আমার কাছে ভালোবাসার বই,শুধু পাঠ করতে মন চায়”
বউ , “ নিচে লাইব্রেরীতে আগুন জ্বলছে,আর তুমি বই নিয়ে ব্যাস্ত”

বিয়ের আগে ও পরে

“বউ হইবো ফুলের মালা
না জানি সে কতো ভালা”

বিয়ের পরঃ
“বউ হইসে গায়ের জ্বালা
এখন বুঝি কতো ঠ্যালা”

ফেসবুকে ওকালতি

উকিল সাহেব হস্তদন্ত হয়ে বাড়ি ফিরলেন অনেক আগেই । উকিল গিন্নী অবাক হয়ে বললেন কোন দিকে চাঁদ উঠল আজ । এত সকাল সকাল সাহেব যে বাড়ী চলে এলেন । সে কথা পরে বলছি, উকিল সাহেব বললেন, আগে তোমার যাবতীয় কাপড় চোপড় আর গহনাগুলো শিগরীর তোমার বাপের বাড়ীতে রেখে আসো ।
আরো অবাক হয়ে গিন্নি বললেন, ওমা সে কি কেন ?
আজ এক অতি কুখ্যাত চোরকে বেকুসুর খালাস দিয়ে এসেছি। সে নাকি সন্ধার পর কৃতজ্ঞতা জানাতে আসবে।