Category: স্বামী-স্ত্রী

প্রেমিককে নিয়ে বিছানায়

সবসময় মাতাল স্বামীর
অবর্তমানে স্ত্রী তার প্রেমিককে
নিয়ে বিছানায়
চাদরে ঢেকে আনন্দে লিপ্ত।
চরম মুহুর্তে ডোরবেলের শব্দ
স্ত্রী প্রেমিককে- ”
তাড়াতাড়ি লুকাও,আমার
স্বামী এসে গেছে”
প্রেমিক- ” কোন ব্যাপার
না,মাতালে বুঝতেই
পারবে না,তুমি যেমন আছ তেমনিই
থাক”
মাতাল স্বামী চাদরের নীচে ঢুকে –
স্ত্রীকে বলল,” প্রিয়তমা,চাদরের
নীচে ৬টি পা মনে হচ্ছে কেন?”
স্ত্রী-” কি যে বল,মাতাল
হয়ে তুমি ভুল করছ,নেমে দেখ ৪
টি পা আছে”
স্বামী বিছানা থেকে নেমে ৪টি পা
হয়ে বলল,
” সরি,সোনা, আসলে আমি মাতাল
ছিলাম তো”

ইংরেজি শিখা।

এক লোক তার স্ত্রী ইংরেজী শিখতে বলেছে। স্ত্রীও ইংরেজি শিখার জন্য
চেষ্টা করতেছে। একদিন দুপুর বেলায়
সে তার স্বামীকে ভাত থেতে দিয়ে বলল যে এই নাওতোমার
ডিনার।
স্বামী : তুমি একটা গাধা। এখন দুপুর আর এটাকেডিনার বলেনা বলে লাঞ্চ ।
স্ত্রী : তুমি গাধা, তোমার চৌদ্দ গোষ্ঠী গাধা। এগুলো গতকাল রাতের বাসি ভাত দিয়েছি।
এইবার বুঝলে।

আমি বিয়ে করেছি।

তোমাকে সেদিন থ্যাবড়ামুখী, হাতির মতো মোটা একজন মহিলার সঙ্গে যেতে দেখলাম, মহিলাটি কে ?

যদি তুমি আমার স্ত্রীকে ব্যাপারটা না বল তাহলে বলতে পারি।

বেশ বলব না।

গত বছর ঐ মহিলাকে আমি বিয়ে করেছি।

১ এর ভিতর সব।

প্রথম বন্ধুঃ জানিস টগর এমন একটি মেয়েকে বিয়ে করেছে যে নাচ,গান,ছবি আঁকা, সাহিত্য,রাজনীতি,ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব জানে, তার ওপর কবিতাও লেখে! বোঝ!

দ্বিতীয় বন্ধুঃ আহা টগরের কী ভাগ্য রে, তবে ভাগ্যিস ও নিজে  রাঁধতে জানে!

এক মাস শেষ হচ্ছে।

কী রে অমন মন মরা হয়ে বসে আছিস কেন?

আর বলিস না, বউ বলেছে মদ খাওয়া  না ছাড়লে এক মাস আমার সঙ্গে কথা বলবে না ।

বাঃ, এ তো বেশ ভাল কথা । এই এক মাস যত খুশি মদ খেতে পারবি।

আজই সে এক মাস শেষ হচ্ছে।