Category: স্বামী-স্ত্রী

আপনি যা বলেন

স্বামীঃ আজ বাসায় কি কি রান্না হবে?
স্ত্রীঃ আপনি যা বলেন।
স্বামীঃ আচ্ছা মাছ রান্না কর।
স্ত্রীঃ গতকাল ই না করলাম?
স্বামীঃ তাহলে সবজী রান্না কর।
স্ত্রীঃ বাচ্চারা পছন্দ করেনা।
স্বামীঃ তাহলে কিমা রান্না কর।
স্ত্রীঃ এটা তো আমি পছন্দ করিনা।
স্বামীঃ হুম পরোটা হলে কেমন হয়?
স্ত্রীঃ রাতে পরটা কে খাবে!
স্বামীঃ তাহলে আজ রান্নাটা হবে কি?
স্ত্রীঃ আপনি যা বলেন!

স্বামী বদল করেছি

ফাতেমা :হ্যাঁ-রে নাছিমা ,তুই
এতো দামী দামী শাড়ি-গহনা পড়েছিস । তোর
স্বামী কি চাকরি বদল করেছে ।
নাছিমা :না-রে,আমি গতমাসে স্বামী বদল করেছি

সুযোগ আসে কাজে লাগান

একটা ডাকাত ব্যাংকে ঢুকে ব্যাংক
ডাকাতি করল…!!!
তারপর পাশের একটা মহিলাকে বলল:
আপনি কি আমাকে ব্যাংক
ডাকাতি করতে দেখেছেন?
মহিলা: হ্যা…
ডাকাতটা মহিলাকে গুলি করে মেরে ফেলল!!!!
তারপর পাশের একটা লোককে বলল:
আপনি কি আমাকে ব্যাংক
ডাকাতি করতে দেখেছেন?
লোকটি: না, কিন্তু আমার স্ত্রী দেখেছে !!
মোরাল: যখন সুযোগ আসে কাজে লাগান!!

ওরা তো খুব কঞ্জুস

স্বামী-স্ত্রীর
মধ্যে কথোপকথন—
স্বামী: পাশের ভাড়াটিয়ার কাছ
থেকে একটু
চিনি নিয়ে এসোতো?
স্ত্রী: ওরা আমাদের
চিনি দেবেনা।
স্বামী: ওরা তো খুব কঞ্জুস!
স্ত্রী: ওদের কিপ্টেমির
কথা আর বোলো না।
স্বামী: তাহলে আর কী করা;
আমাদের আলমারি থেকেই
চিনি বের
করে চা করে নিয়ে এসো, যাও

বালিশ দেস নাই ক্যান

এক স্বামীর তার স্ত্রীকে পেটানোর ইচ্ছা হয়েছে,
কিন্তু স্ত্রীর কোন দোষ পাচ্ছে না।
সে অনেক ভেবেও স্ত্রীর কোন দোষ পায় না।
হঠাৎ স্বামী বাইরে থেকে এসে দেখে বাড়ির
উঠানে একটি কুকুর শুয়ে আছে।
সে এটা দেখে আর দেরি না করে দ্রুত
ঘরে ঢুকে স্ত্রীকে পেটাতে থাকে।
স্ত্রীঃ (কাঁদো কণ্ঠে)
আমারে মারতাছ ক্যান?
আমি কি করছি?
স্বামীঃ ঐ হারামজাদি
বাইরে এতক্ষণ
ধইরা কুত্তা শুইয়া রইছে তুই বালিশ
দেস নাই ক্যান?