বিয়ের পরদিন সকালের
নাশতায় রুটিতে কামড়
দিয়ে স্বামী বলল, ‘একি!
রুটিতে এটা কী লাগিয়েছ?’ নতুন বউ জবাব দেয়,
‘রুটি পুড়ে গেছিল তো, তাই
মাখনের বদলে স্যাভলন ক্রিম
মাখিয়ে দিলাম।
ভালো হয়নি খেতে?
Category: স্বামী-স্ত্রী
Jun 15
নতুন বউ জবাব নেই
Jun 14
আপনি যা বলেন
স্বামীঃ আজ বাসায় কি কি রান্না হবে?
স্ত্রীঃ আপনি যা বলেন।
স্বামীঃ আচ্ছা মাছ রান্না কর।
স্ত্রীঃ গতকাল ই না করলাম?
স্বামীঃ তাহলে সবজী রান্না কর।
স্ত্রীঃ বাচ্চারা পছন্দ করেনা।
স্বামীঃ তাহলে কিমা রান্না কর।
স্ত্রীঃ এটা তো আমি পছন্দ করিনা।
স্বামীঃ হুম পরোটা হলে কেমন হয়?
স্ত্রীঃ রাতে পরটা কে খাবে!
স্বামীঃ তাহলে আজ রান্নাটা হবে কি?
স্ত্রীঃ আপনি যা বলেন!
Jun 10
স্বামী বদল করেছি
ফাতেমা :হ্যাঁ-রে নাছিমা ,তুই
এতো দামী দামী শাড়ি-গহনা পড়েছিস । তোর
স্বামী কি চাকরি বদল করেছে ।
নাছিমা :না-রে,আমি গতমাসে স্বামী বদল করেছি
Jun 10
সুযোগ আসে কাজে লাগান
একটা ডাকাত ব্যাংকে ঢুকে ব্যাংক
ডাকাতি করল…!!!
তারপর পাশের একটা মহিলাকে বলল:
আপনি কি আমাকে ব্যাংক
ডাকাতি করতে দেখেছেন?
মহিলা: হ্যা…
ডাকাতটা মহিলাকে গুলি করে মেরে ফেলল!!!!
তারপর পাশের একটা লোককে বলল:
আপনি কি আমাকে ব্যাংক
ডাকাতি করতে দেখেছেন?
লোকটি: না, কিন্তু আমার স্ত্রী দেখেছে !!
মোরাল: যখন সুযোগ আসে কাজে লাগান!!
Jun 04
ওরা তো খুব কঞ্জুস
স্বামী-স্ত্রীর
মধ্যে কথোপকথন—
স্বামী: পাশের ভাড়াটিয়ার কাছ
থেকে একটু
চিনি নিয়ে এসোতো?
স্ত্রী: ওরা আমাদের
চিনি দেবেনা।
স্বামী: ওরা তো খুব কঞ্জুস!
স্ত্রী: ওদের কিপ্টেমির
কথা আর বোলো না।
স্বামী: তাহলে আর কী করা;
আমাদের আলমারি থেকেই
চিনি বের
করে চা করে নিয়ে এসো, যাও