Category: স্বামী-স্ত্রী

দাঁত ভেঙে দিয়ে আসি

স্বামী স্ত্রীকে জিজ্ঞেস করল, বিয়ের আগে তুমি কি কারও সঙ্গে প্রেম করেছ?
স্ত্রী বলল, হ্যাঁ।
স্বামী রেগে বলল, তাহলে ওই হতচ্ছাড়ার নাম বলো। এক্ষুনি গিয়ে দাঁত ভেঙে দিয়ে আসি।
স্ত্রী বলল, ওগো, তুমি একা কি তাদের সবার সঙ্গে পারবে?

দুই মুখী সাপ

এক মেয়ে নিজের বয়ফ্রেন্ডের সাথে ঘুরছিল, তো হঠাত করেই ওই মেয়ের স্বামী এসে গেল এবং মেয়ের বয়ফ্রেন্ডকে মারতে শুরু করল।
মেয়েঃ মারও শালাকে নিজের স্ত্রী কে তো কোথাও বেড়াতে নিয়ে যায় না, আবার বন্ধুর স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হয়।
(হঠাৎ করেই বয়ফ্রেন্ডের জোশ উঠে গেল এবং ওই মেয়ের স্বামীকে মারতে শুরু করল)
মেয়েঃ মারো শালাকে, না নিজে ঘুরাতে নিয়ে যায় আর না অন্যের সাথে ঘুরতে দেয়।

পুরাই surprise

স্ত্রী নতুন সিম কিনে তার প্রিয়তম স্বামীকে surprise দেওয়ার সিদ্ধান্ত নিল।
স্বামী বেডরুমে বসে ছিল। তাই স্ত্রী বাথরুমে গিয়ে স্বামীকে নতুন নাম্বার থেকে কল দিল, হ্যালো জানু!
স্বামীঃ (খুব নিচু স্বরে) ডার্লিং, আমি তোমাকে একটু পরে ফোন দিচ্ছি, আমার বউ বাথরুমে,যে কোনো সময় এসে পরবে!

চিনি খাই

কোন এক শহরে স্বামী,স্ত্রি এবং এক মেয়ে নিয়ে একটি পরিবার ছিলো ।
মেয়ের বয়স খুব কম তারা সবাই যখন রাতেরখাওয়া শেষ করত, তখন স্বামী তার বউকে বলতো চল করি
তার বউ একদিন বলছে মেয়ে বড় হচ্ছে তুমি এই কথা না বলে বলবা চল চিনি খাই ।
এই ভাবেই তারা চিনি খেতে লাগলো। তার কয়েক বছর পর একদিন মেয়েতার বাবাকে বলছে বাবা তোমরা প্রতিদিন যে চিনি খাও কাল রাতে আমিও সে চিনি খেয়েছি অনেক মাজা।
বাবা বললেন, তোমাকে চিনি কে খায়িছে ?
মেয়ে:আমদের কাজের ছেলে মতিনভাই বাবা অনেক মজা চিনি খেতে ।
বাবা তো এই কথা শুনে রেগে আগুন হয়ে গেলেনএবং কাজের ছেলেকে মারতে শুরু করলেন।
পাশের বাড়ির ভদ্রলোক বলেন কাজের ছেলেটাকে মারছেন কেন ভাই?
উত্তরে তিনি বললেন ওআমার চিনি চুরি করে খেয়েছে।
ঐ ভদ্র লোক বলেন সামান্য চিনির জন্য এত মারছেন!
উত্তরে তিনি বললেন ওআমার নতুন বস্তার মুখখুলে চিনি চুরি করে খেয়েছে!

পরকীয়া প্রেম

স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী তার
পুরানো প্রেমিকের
সাথে বসে গল্প করছিল।
এমন সময় হঠাত
স্বামী এসে পড়লে প্রেমিক
আলমারির পিছনে লুকিয়ে গেল।
ঘরের মেঝেতে চুরুট
পড়ে থাকতে দেখে স্বামী রেগে গেল।
বলে উঠল,এই চুরুট
কোথা থেকে এসেছে??
স্ত্রী কিছু বলতে পারল
না দেখে স্বামী আরো রেগে গেল ।
স্বামী বলল
তোমাকে বলতেই হবে এই চুরুট
কোথাকার???
প্রেমিক বন্ধুটি সহ্য
করতে না পেরে আলমারির পিছন
থেকে বের হয়ে বলল,ও
তো মেয়ে মানুষ ,ও
কি করে জানবে এই চুরুট
কোথাকার??
আপনি পুরুষ মানুষ হয়ে ও
চিনতে পারছেন
না যে এই চুরুট আমেরিকার ।