১ম বন্ধুঃ তোর স্যুটটা তো বেশ সুন্দর। কোথায় পেলি?
২য় বন্ধুঃ এটা আমার স্ত্রী আমাকে দিয়েছে একটা সারপ্রাইজ গিফট হিসেবে।
১ম বন্ধুঃ কেমন সারপ্রাইজ?
২য় বন্ধুঃ আমি অফিস থেকে ফিরে দেখি সোফার উপর এই স্যুটটা পড়ে আছে।
Category: স্বামী-স্ত্রী
Jul 22
সারপ্রাইজ
Jul 22
আমার ক্ষমতা কত
আব্দুল খালেকের দজ্জাল স্ত্রী ঝাড়ু দিয়ে তাকে পেটানো শুরু করল। নিরুপায় হয়ে আব্দুল খালেক পায়খানায় গিয়ে আশ্রয় নিল।
স্ত্রী বাইরে থেকে চেঁচাতে লাগল। বেরিয়ে আয়, আজ তোর হাড় মাংস আলাদা করে ফেলব।
আব্দুল খালেক ভিতর থেকে বলল, এই পায়খানায় থেকে তোমার পায়খানা বন্ধ করব। বোঝাব, আমার ক্ষমতা কত।
Jul 20
সেরা সময় মহিলার সাথে কেটেছে
একবার এক বিখ্যাত বক্তা তারভাষণে বললেন, “আমার জীবনের সেরা সময় এক মহিলার সাথে কেটেছে। কিন্তু সে আমার স্ত্রীনয়। সকল শ্রোতা শুনে চমকে উঠে চুপ হয়ে গেলো। এরপর বক্তা যোগ করলেন, “তিনি আমার মা” । সবাই হেসে উঠে হাততালি দিয়ে উঠলো। হাবলুও সেখানে ছিল, এবং সে খুবই অভিভূত হল। ঠিক করলো সেও এটা বাড়িতে গিয়ে বলবে। সে বাড়িতে গিয়ে কিচেনে স্ত্রীকে গিয়ে জোরে বলল, “আমার জীবনের সেরা সময় এক … মহিলার সাথে কেটেছে,কিন্তু সে আমার স্ত্রী নয়” এরপরে সে একটু চুপ থাকলো আরবাকি অংশ মনে করার চেষ্টা করলো কিন্তু সে পারলো না মনে করতে যখন তার জ্ঞান ফিরল দেখল সে হাসপাতালে, ফুটন্ত পানিতে পোড়া আঘাতের চিকিৎসা করা হচ্ছে।
Jul 19
স্বামী আর পেঁচার মধ্যে কোন পার্থক্য নেই
নতুন বিয়ে হওয়া বান্ধবীকে প্রশ্ন করল শায়লা- কী রে তোর বর কেমন?
বান্ধবীঃ স্বামী আর পেঁচার মধ্যে কোন পার্থক্য নেই!
শায়লাঃ কেন, এমন কথা বলছিস কেন?
বান্ধবীঃ বলছি কারণ স্বামীরা তাদের বউদের সব ভাল জিনিস শুধু রাতের বেলাই খুজে পায়।
Jul 19
মরলেই তো বাঁচে
স্ত্রী মৃত্যুশয্যায়। পাশে স্বামী-
স্ত্রীঃ ওগো কথা দাও আমি মারা গেলে তুমি আর বিয়ে করবে না?
স্বামীঃ দু মিনিট সময় দাও।
স্ত্রীঃ দু মিনিট কেন?
স্বামীঃ পলির সাথে একটু আলোচনা করে নেই।