শিক্ষক: তুমি দেরী করে আসলে কেন?
আবুল: সাইনের কারণে স্যার।
শিক্ষক: কিসের সাইন?
আবুল: ওই যে লেখা ছিল, “সামনে স্কুল, আস্তে চলুন”।
Nov 14
শিক্ষক: তুমি দেরী করে আসলে কেন?
আবুল: সাইনের কারণে স্যার।
শিক্ষক: কিসের সাইন?
আবুল: ওই যে লেখা ছিল, “সামনে স্কুল, আস্তে চলুন”।
Nov 14
শিক্ষক: শুভ, যা মানচিত্রে গিয়ে উত্তর আমেরিকা বের কর।
শুভ: এই তো এখানে!
শিক্ষক: ঠিক আছে। আচ্ছা ক্লাস, বলো তো আমেরিকা কে আবিষ্কার করেছিলেন?
ক্লাস: শুভ, স্যার।
Nov 14
শিক্ষক: মলি, বলো তো তাকে কি বলে যে ব্যক্তি শুধুই কথা বলতে থাকে যখন কেউই তার কথার দিকে মনোযোগ না দেয়?
মলি: শিক্ষক।
Nov 14
শিক্ষক: “I killed a person” এটিকে ভবিষ্যত কালে রূপান্তরিত করো তো।
ছাত্র: ভবিষ্যত কালে হবে “You will go to jail”।
Nov 14
শিক্ষক: করিম, তুমি যোগ অংক মাটিতে করছো কেন?
করিম: স্যার, আপনিই তো আমাকে বলেছিলেন টেবিল ছাড়া করতে!