Category: পড়াশুনা

গিটারের তাঁর ছিড়া গেছে

মাস্টর স্কূল এ পড়াছে কাজী নজরুল এর কবিতা !

মাস্টর : তাপস বলো তো আমদের বাংলায় কেন এত আগুন জলছে ?

তাপস : সার্ আসলে বর্তমানে গেসের দাম ৪টাকা কমছে বলে !

মাস্টর : ভুল ৤ হইছে !

মাস্টর : বলো তো তাপস কবি কেন গান গাইতে পারছেন ণা ?

তাপস : আসলে সার্ কবির গিটারের তাঁর ছিড়া গেছিল তাই কবি গান গাইতে পারছিল না ! !

মাস্টর : না ছেলে বড় হইয়া রক স্টার হইবে ! !

আপেলের সাইজ

ছেলেঃ ইশ ! কেন যে আপেলের সাইজ তরমুজের সমান হল না!
বাবাঃ কেন রে?
ছেলেঃ মাধ্যাকর্ষণ শক্তির সূত্রটা মুখস্ত হচ্ছে না !

মাসুম বাচ্চা রেজাল্ট খারাপ হওয়ায় বাসা ছেড়ে যাচ্ছি

“কক্সবাজার যামু , ভাড়া কত?? :/
– ১৩০ টাকা .
পেছনের সিটে বসে গেলে ৫
টাকা কম
হবে না??
– আচ্ছা দিয়েন । আচ্ছা আমি যদি অর্ধেক
সিটে বসে যাই
তাহলে ভাড়া অর্ধেক হবে না??
– আচ্ছা অর্ধেক ই দিয়েন ।
আচ্ছা আমি যদি দাড়িয়ে যাই
তাহলে ভাড়া আর ও কম হবে না?? – অই
মিয়া টাকা পয়সা নিয়া বাস এ
উঠেন
নাই ?? এমন করতাছেন কেন ???
তুমি কি ভেবেছ
আমি ওখানে ঘুরতে যাচ্ছি ?? মাসুম
বাচ্চা ,
রেজাল্ট খারাপ হওয়ায়
বাসা ছেড়ে যাচ্ছি ,
যাতে বাবা মা খুজে না পায় ।
ওখানে বন্ধুদের সাথে ডাব বেচবো !!!
-,ভাই থামেন,
পালাইতে চাইলে অই
সামনের বাসে উইঠা নারায়নগঞ্জ
যান,
কেউ খুইজাও পাইব না, গুম হইয়া যাবেন !!! :v :v :v lo lo lo

২০২০ সালের ফেসবুক-

গিন্নির স্ট্যাটাস- আজ করল্লা আর লইট্যা শুটকি দিয়ে গরুর
মাংসের দো পেয়াজি কর্ছি।
কর্তা অফিসে বসে- লাইক।কমেন্টস এ- ওয়াও! লাবুজানু,আই
উইল বি হোম সুন খ্যান্ট উয়েঠ
বাসার পিচ্চি- ডিসলাইক ,আমিবার্গার খামু।
বান্ধবি- এই রেসিপি টা লিখেশেয়ার দে না রে !আমিও
রাধঁবো ওর জন্য
পাশের বাসার ভাবি-লাইক,এন্ড আমাকে এক বাটি দিয়েন
তো আপা
বউয়ের আপন মা- আহারে আমার মেয়টা শশুর
বাড়ি গিয়ে কি কষ্টেই না আছে,এখনি চুলো গুতাচ্ছে সবাই
তোকে শুধু পোক করে নারে?
শাশুড়ি- কি যে রাধোঁ না তুমরা ? আমারে এই আইটেম
থেকে আনট্যাগ করো,আজ আমি সাগুদানা আর দুধ খাবো।
ননদ- স্ট্যাটাসে লাইক ও না,ডিসলাইক ও না।বয় ফ্রেন্ডের
সাথে চ্যাটে-জানু আমাকে কিন্তু
আজকে তুমি চাইনিজে নিয়ে যাবা,ভাবি আজকেও ছাইঁপাশ
রাধঁছে
দেবর- ফ্রেন্ডের সাথে চ্যাটে ।দোস্ত তোর
মেসে বুয়ারে চাউল এক পট বাড়ায়া দিতে ক!
আমি আইতাছি,দুপুরে খামু।
দাড়োয়ান- ম্যাডাম দর্জা জানলা বন কৈরা রান্ধেন
ফিলিজ,অলরেডি পাশের ফ্ল্যাটের লোকজন গন্ধের
চোটে রিপোর্ট বাটনে কিলিক মারছে।
জরিনা খাতুন’স রেসিপি পেজ- আপনি আমাদের রেসিপি নিজের
নামে চলানোয় আপনাকে আনফ্রেন্ড কর্তে বাধ্য হলাম।
বুয়া- কমেন্টস এ – ইসটেটাস পরে দিয়েন আগে শপিং মল
থাইকা আইসা রান্না বওয়ান খালাম্মা।
অতঃপর মান ইজ্জত খাওনের দুষে একটু পরেই বুয়ারে ব্লক:-( :P:P:

বর্তমানে ফেসবুকের জনপ্রিয় কবিতা !

বর্তমানে ফেসবুকের
জনপ্রিয় কবিতা !
.
.
.
পড়ে না চোখের পলক …
অ্যাড মি আই এম ব্লক ।
দোহাই লাগে ফ্রেন্ড
রিকুয়েস্ট,
একবার পাঠিয়ে দেখো ।
আমি লাইক মারবো কমেন্ট
করবো ।
ঠেকাতে পারবে না কেউ !