Category: প্রেমিক- প্রেমিকা

বিয়ে দিবি কিনা বল।

মেয়ে তার বয়ফ্রেন্ড-কে তার বাবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে…..
মেয়ের বাবাঃ তো তুমি আমার
মেয়েকে বিয়ে করতে চাও?
ছেলেঃ জ্বী।
বাবাঃ তুমি কি কর?
ছেলেঃ গতকাল জেল থেকে বের হলাম। এখন একটা ভাল জব খুজব।
বাবা(রেগে গিয়ে): কি!! তুই এতদিন জেল খাটার পর কোন সাহসে আমার মেয়েকে বিয়ে করতে আসছিস!!! কি আগে কি করেছিলি ?
ছেলেঃ একটা লোক-কে মেরে ফেলেছিলাম!
বাবাঃ কেন?
ছেলেঃ ঐ লোকটা তার মেয়ের সাথে আমাকে বিয়ে দিতে রাজি হয় নি তাই!
বাবা(নরম গলায়): এখন বিয়ের তারিখটা যদি বলে দিতে বাবা!

ঘরে কেও নাই আমি একা

এক বার আমার গার্লফ্রেন্ড আমকে ফোন দিয়ে ওর বাসায়
যেতে বলল
আমি গেলাম,গিয়ে বেল বাজালাম,ওর ছোট বোন দরজা খুলল
এবং বলল.
ঘরে কেও নাই, আমি একা
আমি একটা হাসি দিলাম,এবং আমি ঘর থেকে বের হয়ে আমার
বাইক এর দিকে গেলাম……
ঠিক সেই সময় তার পুরো ফেমিলি বার হয়ে আসল,এবং আমার
ভদ্রতার অনেক প্রশংসা করল….
কিন্তু আমি তো বাইক টা লক করে দিতে যাচ্ছিলাম ।

মেয়ে তো SHOOCKS

মেয়ে : সিগারেট খাওয়া ছেড়ে দাও.
ছেলে : ছেড়ে দিলাম.
মেয়ে : বীয়ার খাওয়া ছেড়ে দাও.
ছেলে : ছেড়ে দিলাম.
মেয়ে : কথা দাও আর কোন মিথ্যা কথা বলবে না.
ছেলে : কথা দিলাম.
মেয়ে : প্রমিজ কর এখন থেকে নিয়মিত নামাজ পরবে.
ছেলে : ঠিক আছে.
প্রমিজ করলাম.
মেয়ে :বল আমায় বিয়ে করবে??
ছেলে : না
মেয়ে : কেন???
ছেলে : এখন যেহেতু অনেক ভাল হয়ে গেছি তেহেতু তোমার থেকে অনেক ভাল মেয়ে পাব!
তাইলে তোমাকে বিয়ে করব কেন????

ধূমপানের টাকায় ফেরারি

প্রেমিকাঃ তুমি কি ধূমপান কর?
প্রেমিকঃ হ্যাঁ
প্রেমিকাঃ প্রতদিন কত প্যাকেট?
প্রেমিকঃ ৩ প্যাকেট।
প্রেমিকাঃ প্রতি প্যাকেট এর দাম কত করে?
প্রেমিকঃ ১০ ডলার।
প্রেমিকাঃ কতদিন ধরে তুমি ধূমপান করছ?
প্রেমিকঃ ১৫ বছর।
প্রেমিকাঃ তাহলে তুমি প্রতিদিন ৩০ ডলার করে মাসে ৯০০ ডলার আর প্রতি বছর ১০৮০০ ডলার ধূমপান করে নষ্ট করছ, আমি কি সঠিক?
প্রেমিকঃ সঠিক।
প্রেমিকাঃ তাহলে প্রতি বছর ১০৮০০ ডলার করে গত ১৫ বছরে তুমি ১৬২,০০০
ডলার ধূমপান করে নষ্ট করেছ, ঠিক?
প্রেমিকঃ ঠিক।
প্রেমিকাঃ তুমি কি জানো তুমি যদি এই ডলার গুলি ধূমপান না করে ব্যাংক এ জমিয়ে রাখতে তাহলে বিগত ১৫ বছরে যে ইন্টারেস্ট আসত তা দিয়ে তুমি একটি ফেরারি গাড়ি কিনতে পারতে!
প্রেমিকঃ তুমি কি ধূমপান কর?
প্রেমিকাঃ না।

প্রেমিকঃ তাহলে কোথায় তুমার ফেরারি?

সেক্সি মেয়েতে ছেলে বেহুঁশ

ক্লাসে খুব সুন্দরি ও
সেক্সি একটা মেয়ে প্রবেশ
করল।
মেয়েটিকে দেখে তো ক্লাসের
সব ছেলে দিওয়ানাহয়ে গেল।
কিন্তু
মেয়েটি ক্লাসে ঢুকে এমন
এক কথা বলল,
যা শুনে ছেলেগুলো বেহুঁশ
হয়ে গেল!
কি বলেছিল মেয়েটি???
মেয়েটি বলেছিল –
ভাইজান একটু চাপেন,
ক্লাস রুম টা ঝাড়ু
দিতে হবে!