Category: প্রেমিক- প্রেমিকা

দুইটাকা

গার্ল ফ্রেন্ডঃ গত রাতে আমি তোমাকে স্বপ্নে দেখেছি
বয়ফ্রেন্ড( ভীষণ উত্তেজিত): আমি কি করছি তোমার স্বপ্নে এসে?
গার্ল ফ্রেন্ড উত্তর দিলঃ” আমরা বাস এ করে যাচ্ছিলাম হঠাৎ বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়!সবাই সাঁতার কেটে নিজেদের যান বাঁচাতে বাস্ত ছিল কিন্তু তুমি তখন ও কাকে যেন
খুজতেছিলা!
বয়ফ্রেন্ড(খুশি হয়ে): আমি তোমাকে খুজছিলাম তাই না??
গার্ল ফ্রেন্ড বলল আরে না!! তুমি চিল্লাইতাছিলা আরে কন্ডাক্টর শালা কই গেল, দুইটাকা পাইতাম।

হারামজাদি

মেয়ে : তুমি আমাকে ভালবাস ।
ছেলে : অনেক ভালবাসি ।
মেয়ে : তুমি আমার জন্য কি করতে পার?
ছেলে : তুমার জন্য আমি সব কিছু করতে পারি ।
মেয়ে : তাহলে আমাকে আকাশের ওই চাঁদ টা এনে দাও ।
ছেলে : হারামজাদি , তাহলে ঈদ কি তর বাপের মুখ দেইখা করমু ।

আপনি কি রোম্যানটিক

ছেলেপক্ষ গেছে মেয়েপক্ষের বাড়িতে। কথা বার্তার এক পর্যায়ে ছেলে মেয়েকে একান্তে কথা বলার সুযোগ দেওয়া হল।
মেয়ে: তো, কি সিদ্ধান্ত নিলেন?
ছেলে: সিদ্ধান্ত নেওয়ার আগে আমার একটা ইচ্ছা আছে।
মেয়ে: কি ইচ্ছা?
ছেলে: আপনার সাথে একবার বৃষ্টিতে ভিজবো।
মেয়ে: উফফ! আপনি কি রোম্যানটিক!
ছেলে: ইয়ে, আসলে ব্যাপার সেইটা না।
আপনি যেই পরিমান ময়দা মেখেছেন, বৃষ্টিতে না ভিজলে আপনার আসল চেহারা দেখা যাবেনা।

সত্যি ভালোবাসি

প্রেমিকঃ তুমি আমাকে খুব ভালোবাস, তাই না।
প্রেমিকঃ হ্যাঁ। সত্যি ভালোবাসি!
প্রেমিকাঃ সত্যি?
প্রেমিকঃ সত্যি!
প্রেমিকাঃ সত্যি?
প্রেমিকঃ (রাগান্বিত হয়ে) সত্যি নয় তো কী? বিশ্বাস না হলে মলি, পলি, জুলিকে জিজ্ঞেস করে দেখো। ওদেরকেও আমি একই কথা বলেছি।
প্রেমিকাঃ যদি তোমার সঙ্গে আমার বিয়ে হয়। তবে তোমার খাবারে আমি বিষ মিশিয়ে দেব।
প্রেমিকঃ আর সত্যিই যদি তোমার সঙ্গে আমার বিয়ে হয় আমি এই বিষ মেশানো খাবার নিশ্চিন্তমনে খেয়ে নেব!

এসএমএস

একটা ছেলে একটা মেয়েকে খুব ভালোবাসতো কিন্তু কখনো সামনাসামনি বলা হয়নি। সে ঠিক করল তাকে sms এ জানাবে। রাত ১.০০টার সময় সে মেয়েটাকে এসএমএসে “I Love you” লিখে সেন্ড করলো। কয়েক সেকেন্ড পরই তার মোবাইলে একটা এসএমএস আসলো। পরদিন সকালে সারপ্রাইজ পাওয়ার আশায় সে এসএমএস টা তখন না দেখে ঘুমিয়ে পড়লো। সকালে সে এসএমএস টা পড়ে ব্যাপক শক পেলো ! এসএমএসে লেখা ছিলো :
.
.
.
.
.
.
.

Message sending failed due to insufficient balance! Please recharge your Account.