টেলিফোনের অপর প্রান্তে এক তরুণীর কণ্ঠ শোনা গেল।
– একটা ছেলে জানালা দিয়ে আমার ঘরে আসতে চাইছে।
– এটা পুলিশ স্টেশন নয়, এটা ফায়ার বিগ্রেড অফিস।
– এটা যে ফায়ার বিগ্রেড অফিস তা জেনেই আমি ফোন করেছি। ছেলেটার আরো একটু বড় মই দরকার।
Category: প্রেমিক- প্রেমিকা
Jul 30
টেলিফোনে তরুণী
Jul 27
তুমুল ঝগড়া
ছেলেটির সাথে মেয়েটির তুমুল ঝগড়া হল। কিছুদিন পর মেয়েটি রেগে চিঠি লিখল – ‘তোমার কাছে আমার যে ছবি আছে তা পত্রপাঠ ফেরত পাঠাবে। ‘
ছেলেটি একটি প্যাকেটে একশ মেয়ের ছবি পাঠিয়ে দিয়ে লিখল, – ‘এর ভিতর থেকে তোমার টা বেছে নাও, তোমার চেহারা ঠিক মনে পড়ছে না।’
Jul 27
প্রেম আসলেই অন্ধ
প্রেম করে বিয়ে করার পর বন্ধুকে বউ দেখাতে নিয়ে এসেছে আরিফ।
বউ দেখানোর পর আরিফ বলল, দোস্ত, আমার বউ কেমন দেখলি?
– বুঝলাম, প্রেম আসলেই অন্ধ।
Jul 26
পেছনের দরজা
বাড়ির পেছনের দরজা দিয়ে বেরিয়ে এল রনি। মণি তাকে নিয়ে এল গলির মোড়ে। সেখানে দাঁড়িয়ে আছে এক ট্যাক্সি। দু’জনে উঠে পড়ল। ট্যাক্সি ছুটে চলল।
মণি বলল, আরে, আপনি আমাদের নিয়ে কোথায় চলেছেন? আমরা তো আপনাকে কিছুই বলি নি।
ড্রাইভার বলল, কোথায় যাবেন আমি জানি, এমনকি ভাড়াও পেয়ে গেছি।
– তাই নাকি? কে দিল?
– এক বুড়ো ভদ্রলোক।
Jul 12
ধোকা
আসেন বোন আসেন এখানে ভালোবাসা আপলোড করা হই
তখন এক সুন্দরি মেয়ে এসে বলল আমার ভালবাসা টা আপলোড করে দিবেন ছেলেটি তখন মেয়েটিকে চুমু দিল ম্যেয়টি তখন তাকে ৫০ টাকা দিয়ে চলে গেল………।।