Category: প্রেমিক- প্রেমিকা

মায়া ও ছায়া

দুই বোন। মায়া ও ছায়া। বুলবুল ভালোবাসে মায়াকে। কিন্তু কথাটা মুখ ফুটে বলতে সাহস পায় না। একদিন খুব সাহস করে মায়ার হাত ধরে বলল, মায়া তুমি ছায়ার কাছ থেকে আমার একটা কথার জবাব এনে দেবে?
মায়া বলল, কী কথা?
বুলবুল বলল, এ মাসে ও আমার শালী হতে রাজি আছে কিনা?

টাইম-পাস

বল্টু তার গার্লফ্রেন্ড রিমির সাথে কথা বলছে… ।

বল্টুঃ “I LOVE U”.

রিমিঃ”I LOVE U TOO”।

বল্টুঃ কতটা ভালোবাসো তুমি আমাকে?

রিমিঃ যতটা ভালোবাসো তুমি আমাকে।

বল্টুঃ… – – “হারামজাদী (!) তার মানে তুই ও আমার সাথে টাইম-পাস করতেছোস

মেয়েদের সঠিক ব্যবহার

পদা: হ্যাঁ রে গদা, জীবনে একটা মেয়ের সাথে প্রেম করলাম আর তাকেই শেষ পর্যন্ত বিয়ে করতে হলো। আর তুই কিনা এই বয়সেও একটার পর একটা প্রেম চালিয়ে যাচ্ছিল অথচ একটাও বিয়ে করা লাগলো না! রহস্য কী?

গদা: আমি মেয়েদের সাথে সঠিক ব্যবহার করি।

টেলিফোনে তরুণী

টেলিফোনের অপর প্রান্তে এক তরুণীর কণ্ঠ শোনা গেল।
– একটা ছেলে জানালা দিয়ে আমার ঘরে আসতে চাইছে।
– এটা পুলিশ স্টেশন নয়, এটা ফায়ার বিগ্রেড অফিস।
– এটা যে ফায়ার বিগ্রেড অফিস তা জেনেই আমি ফোন করেছি। ছেলেটার আরো একটু বড় মই দরকার।

তুমুল ঝগড়া

ছেলেটির সাথে মেয়েটির তুমুল ঝগড়া হল। কিছুদিন পর মেয়েটি রেগে চিঠি লিখল – ‘তোমার কাছে আমার যে ছবি আছে তা পত্রপাঠ ফেরত পাঠাবে। ‘
ছেলেটি একটি প্যাকেটে একশ মেয়ের ছবি পাঠিয়ে দিয়ে লিখল,  – ‘এর ভিতর থেকে তোমার টা বেছে নাও, তোমার চেহারা ঠিক মনে পড়ছে না।’