ভার্সিটির এক ছেলে এক মেয়েকে টিজ করার
উদ্দেশ্যে বলছে-
ছেলেঃ যাইবা নাকি কাজী অফিস?
মেয়েঃ চল……
ছেলেঃ কই যামু ?!
মেয়েঃ প্রিন্সিপালের কাছে ছেলেঃ ওমাহ্ !
আপু আপ্নের
লগে কি একটু মশকরাও করা যাইবনা ?
↓
↓
↓
মেয়েঃ আরে পাগল…
হানিমুনের ছুটি নিতে হবে না
Category: প্রেমিক- প্রেমিকা
May 31
যাইবা নাকি কাজী অফিস
May 24
গার্লফ্রেন্ডের একমাত্র বয়ফ্রেন্ড।
বলেন তো দুনিয়াতে সবচেয়ে ভাগ্যবান
ছেলে কে????
: সালমান খান??
: না..!
: শচীন টেন্ডুলকার??
: সেও না…
: সাকিব আল হাসান??
: না…
: বিল গেটস??
: না , সে না…! দুনিয়াতে সবচেয়ে ভাগ্যবান
সেই ছেলে
.
যে তার গার্লফ্রেন্ডের একমাত্র
বয়ফ্রেন্ড…..
May 21
লাভ লেটার।
এক বাচ্চার লাভ লেটারঃ
প্রিয় পিঙ্কি ,
এই চিঠি দেয়ার কারন হচ্ছে তুই আমার খুব পছন্দের !! তুই ও দেখি সব সময় ক্লাসে আমারদিকে তাকিয়ে থাকিস !!
এই জন্য আমার মনে হয় তুইও আমাকে পছন্দ করিস !! অঙ্ক পরিক্ষায় আমাকে একটু হেল্প করিস প্লীজ !!
আর তুই লাল ফিতা আর পড়িস না!! তোর পিছনের ওই মেয়েটা এটাতে কালি লাগিয়ে দেয় এইজন্য আমার খুব রাগ লাগে !! ও আমার পাশের বাসায় থাকে !! তাই মাঝে মাঝে এই কালির বদলা নিতে ওদের বাড়ির বেল বাজিয়ে আমি দৌড় দেই !!
আর শোন তুই ফেয়ার অ্যান্ড লাভলি মাখিস!! তাহলে তোকে আরও সুন্দর লাগবে!! তোর পাশের মেয়েটা, ঐ যে চিঙ্কিনাম, সে তো তোর চে ফরসা !! কিন্তু আমি তো তোকেই পছন্দ করি, কারন ও আমার কলম চুরি করছে !!
চিঠি পড়ে রাগ হইলে আমাকে ফেরত দিয়ে দিস, স্যারকে দিস না প্লীজ !!
তোর প্রিয়
-পিংকু
May 18
ভালবেসে চুমু খেল ।
প্রেমিকা তার প্রেমিককে ভালবেসে
চুমু খেল ।
অতঃপর বলল, যাহ ! তোমার
গালে লিপস্টিকের দাগ লেগে গেল ।
প্রেমিকের চট জলদি উত্তর,
.
দাগ থেকে যদি দারুন কিছু
হয় তাহলে দাগই ভালো ।
May 18
লান্ঞ্চ করেছো সোনা।
মেয়েঃ লান্ঞ্চ করেছো সোনা?
ছেলেঃ লান্ঞ্চ করেছো সোনা?
মেয়েঃ ওই,
আমি আগে তোমাকে জিজ্ঞেস করেছি!!
ছেলেঃ ওই,
আমি আগে তোমাকে জিজ্ঞেস করেছি!!
মেয়েঃ ধুর ছাতা মাথা!
তুমি কি আমাকে কপি করতেছো?
ছেলেঃ ধুর ছাতা মাথা!
তুমি কি আমাকে কপি করতেছো?
মেয়েঃ ok…চলো শপিং করতে যাই।
ছেলেঃ আমি লান্ঞ্চ করেছি!!