Category: পাঁচমিশালী

কি আপনি রিটায়ার করেছেন

অফিসে নিয়নিতভাবে দেরী করে হাজিরা দেয়ার জন্য ম্যানেজার এক কেরানীকে অনেকক্ষন বকাঝকা করে বললেন, আশা করি এটা আমার শেষ বকুনি হবে যাও।

উৎসাহিত হয়ে কেরানী বললো , কেন স্যার কাল থেকে কি আপনি রিটায়ার করেছেন?

দুই একটা মারেও বটে।

কোম্পানী ম্যানেজিং ডিরেক্টর অফিস তদারক করতে এসেই বড়বাবুকে ডাকলেন। আপনাদের ঈ ক্লাক নিধু বাবুর ফাইলে এত অভিযোগ কেন? সে কি করে সারাদিন ?
আজ্ঞে চারপাশ মাছি উড়ে বেড়ায় তাই দেখে ভয়ে ভয়ে বললেন বড়বাবু। ব্যস এই তারকাজ ? হুঙ্কার ছেড়ে ছাড়লেন ম্যানেজিং ডিরেক্টর?
আজ্ঞেয়ানা , তাড়াতাড়ি জবাব দিলেন বড়বাবু দুই একটা মারেও বটে।

এই নিয়ে চারবার

অধিনস্ত কর্মচারীঃ দেখুন স্যার কাল আমার দিদিমা মারা গেছেন আজ আমি ছুটি চাইছি ।
– সত্যি দুঃখিত মিঃ সোম আপনার দিদিমা কিন্তু এই নিয়ে চারবার মার গেলেন।

বিবাহিত লোক

কোম্পানী বড় কর্তার বন্ধুঃ কিন্তু এ তোমার কি যুক্তি? অবিবাহিত লোক না নিয়ে তুমি কেবল বিবাহিত কর্মচারী রাখতে চাও কেন ?
বড় কর্তাঃ বুঝলেন বিবাহিত লোক গুলো বাড়ীতে আট প্রহর বকুনি খেয়ে খেয়ে এমন অভ্যস্ত হয়ে গেছে যে , আমি বকলেও তার আর কিছু মনে করে না । চাকরী ছেড়ে দেবার ভয়ও দেখায় না।

শুধু ওভার টাইম খাটবো

একটি ফ্যাক্টরির মালিক বোঝাচ্ছিলেন তার শ্রমিকদের দশটার পর থেকে পাঁচটা পর্যন্ত এই সাত ঘন্টা খাটলে পর দিন পাঁচ টাকা মজুরি । তারপর যদি কেউ ওভার টাইম করে খাটতে চাও- তাহলে মাত্র পুরো তিন ঘন্টা খাটলে পুরো পাঁচ টাকা দেওয়া হবে । তাহলে স্যার আমরা শুধু ওভার টাইম খাটবো সেটাই ভালো ।