Category: পাঁচমিশালী

দশ মিনিট লেট আছে।

একজন ভদ্রলোক হঠাৎ তার বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে এসে দোতলায় জানালার দিকে ক্যাচ লোফার ভঙ্গি করে দাঁড়ালেন । তার  প্রতিবেশী ব্যাপারটা দেখে আশ্চর্য হয়ে বললেন, কী ভাই, নিজের বাড়ির জানলার দিকে অমন করে কী দেখছেন?

কিছু না, আমার বউ ঘড়িটা ছুড়ে মেরেছে। ওটা এই জানালা দিয়ে এখুনি পড়বে।

ধুর মশাই, সে তো অনেক আগেই পড়ে গেছে।

তা হতেই পারে না, আমার ঘড়িটা দশ মিনিট লেট আছে।

১০০ ডলার পুরষ্কার।

এক পার্টিতে এক ধনী লোকের টাকা ভর্তি মানিব্যাগ হারিয়ে গেছে। তখন পার্টির লোকজন মাইকে  ঘোষনা দিল যিনি মানিব্যাগটি খুজে দিবেন তাকে মানিব্যাগের মালিক ১০০ ডলার পুরষ্কার দিবেন। এ সময় আরেকটি গলা শোনা গেল পেছন  থেকে

অ্যালফেবেটিক্যাল অর্ডারে

টাইটানিক ডুবে যাওয়ার পর মৃতদের তালিকা পেপারে ছাপা হলো । এক লোক সেটা পড়ে অবাক হয়ে ভাবলো–“এরা সবাই অ্যালফেবেটিক্যাল অর্ডারে মারা গেলো কীভাবে?”

জামা আটকে গেছে

ক্লাস চলেছে। এক ছাত্র পেসাব করতে বাইরে গেলো। ফিরে আসার সময় সে নিচু হয়ে রুমে ঢুকছে দেখে স্যার জিজ্জাস করলো, কিরে তোর কি হয়েছে?
ছাত্র বলল, স্যার আমি মাথা সোজা করতে পারছি না।
স্যার অবাক হয়ে গেলেন। ছেলেটা বাথরুমে গেল ভাল কিন্তু বাথরুম থেকে এসে সোজা হতে পারছে না। স্যার খুব চিন্তায় পরে গেলেন।

স্যার কি করবে বুঝতে না পেরে ছাত্রটিকে ডাক্তারের কাছে নিয়ে গেলো।
ডাক্তার অনেকক্ষন দেখে বললেনঃ আরে, এ দেখি তার শার্টের বোতাম প্যান্টে লাগিয়ে ফেলছে।

মাথা থেকে পায়ে

দুই ব্যবসায়ী কথা বলছে।
কি ভাই, ব্যবসা কেমন?
ব্যবসা তো মাথা থেকে পায়ে নামছে।
মানে?
আগে করতাম টুপির ব্যবসা এখন করি মোজার।