আমার এক বন্ধু একটা মেয়েকে খুব ভালোবাসতো… কিন্তু কিছুদিন আগে তার ব্রেকআপ হয়ে গেছে, ব্রেকআপ হবার পর থেকেই তার মনটা ভিষণ খারাপ, সব সময়ই এখনএকটু মন মরা হয়ে থাকে। গতকাল রাতে আমার সেই বন্ধুটা আমাকে একটা মেসেজ দিয়েছে, মেসেজটা পড়ে আমি ভয়ে লাফিয়ে উঠি।
মেসেজটা ছিল এই রকম-
“প্রিয় বন্ধু, এখন আমার হাতে এক বোতল বিষ। আমি মুক্তি পেতে চাই। এতো জ্বালা আমার আর সহ্য হয় না, এতো যন্ত্রনা আর ভাল লাগে না। আমি রাতে ঘুমাতে পারিনা, ঠিক মত খেতে পারি না। সব সময় রুমের ভিতরএকটু বেশি যেন অস্তির থাকি, যেটা আমাকে ভিষণ কষ্ট দেয়। তাই যাচ্ছি…
ইঁদুর মারতে। শুভ রাত্রি!
Category: পাঁচমিশালী
Jul 05
এতো জ্বালা
Jul 04
পাত্র সিনেমার হিরো
পাত্রী : ছেলে দেখতে কেমন?
ঘটক : পাত্র দেখতে একেবারে বলিউডের সিনেমার হিরোর মত।
পাত্রী খুশিতে লাফিয়ে উঠে বলল : ওয়াও. .সত্যি ??
কোন সিনেমার হিরোর মত?
.
ঘটক : Paa
Jul 03
পুলিশ স্টেশন
এক দুষ্ট ছেলে থানায় ফোন করেছে।
– এইটা কি পুলিশ স্টেশন?
– হ্যাঁ।
– আপনি কি পুলিশ?
– হ্যাঁ।
আপনার থানায় বাথরুম আছে?
– হ্যাঁ।
– আপনার বাথরুমে কমোড আছে?
– হ্যাঁ, আছে।
তাহলে কমোডের মধ্যে মাথা ঢুকাইয়া বইসা থাকেন।
এই বলে ছেলেটি ফোন কেটে দিল।
কিছুক্ষণ পর পুলিশ নাম্বার বের করে কলব্যাক করল।
ছেলেটির বাবা ফোন ধরল।
পুলিশ অভিযোগ করল, “আপনার ছেলে আমাকে কমোডে মাথা ঢুকিয়ে বসে থাকত।
– কতক্ষণ আগে বলেছে?
– এই ধরেন ১০ মিনিট।
– তাহলে এখন মাথা বের করে ফেলেন।
Jul 02
এক প্যাকেট গোল্ডলিফ দেন
ছেলে দোকানদারকে বলল,এক প্যাকেট বিড়ি দেন তো!”
দোকানদার (অবাক হয়ে): “কি!! এই বয়সেই তুই বিড়ি খাওয়া শুরু করে দিলি ।
ছেলেঃ আরে না রে ভাই, বিড়ি তো আমার ছোট ভাইয়ের জন্য… আমাকে এক প্যাকেট গোল্ডলিফ দেন ।
Jul 01
সুটকেস
ছেলে মাতাল হয়ে ঘরে ঢুকেছে। বাপের ডর নাই এমন ছেলে খুব কমই দেখা যায়। বাপকে এড়ানোর জন্য চুপিচুপি বাসায় ঢুকে ল্যাপটপ নিয়া বসেছে। বুঝা যাচ্ছে, অনেক ব্যস্ত মানুষ!
বাবা: তুমি কি মদ খেয়েছ??
ছেলে: আরে না। তুমি কী যে বলো না বাবা!
বাবা: তাইলে তুমি আমার সুটকেস নিয়া কী করতাছো?!