এক পাগল ডোবার পাশে দাঁড়িয়ে চিত্কার করছেঃ পাঁচ পাঁচ পাঁচ।
পাশ দিয়ে এক লোক হেঁটে যাচ্ছিল। সে অবাক হয়ে বললঃ তুমি এভাবে পাঁচ পাঁচ পাঁচ বলে চিত্কার করছ কেন?
তখন পাগলটি বললঃ তুমি কাছে আসো তোমাকে দেখাই লোকটি কাছে যেতেই পাগলটি ধাক্কা মেরে তাকে ডোবার মাঝে ফেলে দিয়ে বলতে লাগলঃ ছয় ছয় ছয়।
Category: পাঁচমিশালী
Jul 12
পাঁচ ছয়
Jul 12
পেপসি খাওয়া
আবুল সিনেমা হলে সিনেমা দেখছে। আবুলের পাশের সিটে বসেছে এক বুড়ো। ঐ বুড়োর হাতে একটা ছোট পেপসির বোতল। বুড়ো ৫ মিনিট পরপর বোতলে চুমুক দিচ্ছে। সিনেমায় দুর্দান্ত এ্যাকশন চলছে। কিন্তু একটু পরপর বুড়ো পেপসির বোতলে চুমুক দেওয়ায় আবুলের খুব ডিসটার্ব হচ্ছে। এভাবে অনেকক্ষণ চলার পরে আবুল বিরক্ত হয়ে বুড়োর হাত থেকে পেপসির বোতলটা কেড়ে নিয়ে বললঃ একটুখানি পেপসি খেতে একশোবার চুমুক দিতে হয়? এই দেখেন, কি ভাবে খেতে হয় ! এই বলে সে একচুমুকে বোতলের বাকি পেপসিটুকু খেয়ে ফেলল। বুড়ো ভীষণ অবাক হয়ে বলল একি করলে বাবা ! আমিতো পেপসি খাচ্ছিলাম না !ঐ বোতলে একটু পর পর পানের পিক ফেলছিলাম !
Jul 12
বাচাল বাচ্চা
একটা বাচাল বাচ্চা বাসে উঠে ড্রাইভারের পাশে বসলো। বসেই এতো কথা বলা শুরু করলো যে ড্রাইভার বিরক্ত হয়ে গেল। বাচ্চার কথা গুলো এরকমের ‘ আমার আব্বা যদি মোরগ হতো আর আমার আম্মা যদি মুরগী হতো আমি একটা বচ্চা মুরগী হতাম‘একটু পর ছেলেটি আবার বলতেছে ‘আমার আব্বা যদি একটা ছেলে হাতি হতো আমার আম্মা যদি মেয়ে হাতি হতো আমি এ বাচ্চা হাতি হতাম। আবার একটু পর ‘আমার আব্বা যদি একটা ষাঁড় হতো আর আমারআম্মা যদি গরু হতো আমি একটা বাচ্চা গরু হতাম এভাবে বলতে বলতে ড্রাইভারকে সহ্ চূড়ান্ত সীমায় নিয়ে গেল। ড্রাইভার শেষে থাকতে না পেরে ছেলেটিকে বলল ‘তোমার আব্বা যদি একটা মাতাল হতো আর তোমার আম্মা যদি পতিতা হতো তাহলে তুমি ছেলেটি কিছুক্ষন চিন্তা করে বললো তাহলে আমি হতাম বাস ড্রাইভার ।
Jul 11
দুই বন্ধু
দুই বন্ধু পিকনিকে গেছে। রাতে একটি তাঁবু টানিয়ে তার ভেতর ঘুমিয়ে পড়ল। মাঝরাতে এক বন্ধু আরেক বন্ধুকে ডেকে তুলল।
১ম বন্ধু : দোস্ত,আকাশ দেখতাছস?
২য় বন্ধু : হ দোস্ত।দেখতাছি তো। ১ম
বন্ধু : কি বুঝলি?
২য় বন্ধু : আকাশে কোন মেঘ নাই। অনেক তারা দেখা যাচ্ছে। তার মানে, আজ বৃষ্টি হবে না।
১ম বন্ধু :ওরে আবহাওয়াবিদের বাচ্চা!!আমাগোর তাবুডা চুরি হইয়া গেছে, এইজন্যই আকাশ দেহা যাইতাছে !
Jul 11
আবিষ্কারনামা
আবিষ্কারনামা ১. কোলবালিশ আবিষ্কার করেছেন যিনি তিনি আসলে অনেকগুলো বিয়ে করেছিলেন! আর এর থেকেই তিনি আসলে অনুধাবন করতে পেরেছিলেন, বউ থেকে কোলবালিশ উত্তম! কারণ কোলবালিশ পালতে কোন খরচই হয়না!
২. ফুটবল খেলা আবিষ্কার করেছেন যিনি..তিনি আসলে পরীক্ষার খাতায় বড় বড় গোল্লা পেতেন! আরে সহজ জিনিস ম্যান! ওমন বড় বড় গোল্লা পেতে পেতেইনা ওনার মাথায় গোল জিনিস দিয়ে গোল দেওয়ার ওই খেলার আইডিয়াটা আসলো!
৩. পৃথিবীতে সবচেয়কর্মঠ ব্যাক্তি হচ্ছেন তিনি যিনি ঘড়ির এলার্ম আবিষ্কার করেছেন! আর পৃথিবীতে সবচেয়ে ফাঁকিবাজ ব্যাক্তি হচ্ছেন তিনি যিনি ঘড়ির এলার্ম বন্ধ করার সুইচ আবিষ্কার করেছেন!