সান্টু আর মন্টু গাড়ি করে যাচ্ছিল। চালকের আসনে ছিল মন্টু।
সান্টু: কিরে, এত জোরে গাড়ি চালাচ্ছিস কেন?
মন্টু: দোস্ত, গাড়ির ব্রেক ফেইল হয়ে গেছে!
সান্টু: আরে গাধা, তাহলে গতি বাড়াচ্ছিস কেন? গতি কমা!
মন্টু: না, না! যে করেই হোক, অ্যাকসিডেন্ট হওয়ার আগে আগে বাড়ি পৌঁছতে হবে!
Category: পাঁচমিশালী
Jul 21
অসাধারণ বুদ্ধি
Jul 21
কার্বুরেটরে সমস্যা
এক লোকের গাড়ি রাস্তায় নষ্ট হয়ে গেছে । লোকটা অনেক চেষ্টা করেও সমস্যা ধরতে পারলো না । হঠাৎ কে যেন বললো–“মনে হচ্ছে কার্বুরেটরে সমস্যা লোকটা তাকিয়ে দেখে দেওয়ালের উপর বসা এক বিড়াল কথাটা বলেছে । বিড়ালকে মানুষের ভাষায় কথা বলার মতো ভূতুড়ে ব্যাপার দেখে লোকটা আতঙ্কে ঠান্ডা হয়ে গেল । সে দৌড় দিলো পালানোর জন্য । একজন পথচারীর সাথে ধাক্কা লাগলো মাঝপথে । গাড়ির মালিক ভয়ে কাঁপতে কাঁপতে বললো–“একটা বিড়াল বলেছে আমার গাড়ির কার্বুরেটরে সমস্যা !” পথচারীর–“বিড়াল গাড়ির কিছু বোঝে নাকি? আপনি বরং মেকানিক দেখান ।
Jul 20
দুই চাপাবাজ
এন্টারটিকা নিয়ে চাপাবাজি করছে দুই চাপাবাজ অনিক আর মেহেদী-
অনিকঃ আমরা একবার এন্টারটিকায় এমন ঠান্ডার মধ্যে পড়েছিলাম যে মোমের শিখাটা পর্যন্ত জমে গেল ফলে ফুঁ দিয়েও মোম নিভাতে পারছিলাম না।
মেহেদীঃ আরে এ আর এমন কী ঠান্ডা? আমরা রাতে যে কথাবার্তা বলতাম সব জমে যেত পরের দিন আগুনে গলিয়ে সব কথাবার্তা শুনে নিতাম।
Jul 19
সিনেমা দেখা
জলি বলছে মলিকে, জানিস, সেদিন দেখি আমার স্বামী পাশের বাড়ির মেয়েটার সঙ্গে সিনেমা হলের দিকে যাচ্ছে!
মলি: বলিস কী? তুই পিছু নিলি না?
জলি: না।
মলি: কেন?
জলি: এখন হলে যে সিনেমাটা চলছে, ওটা আমি আগেও দেখেছি।
Jul 19
মদের বদলে বউ
এক ইংরেজ যুবক বারে গিয়ে দেখে, বারের লোকটি সবাইকে বিনে পয়সায় মদ খাওয়াচ্ছে । যুবকটি এর কারন জানতে চাইল।
একটু আগে এক লোক একটি মেয়েকে উপরে ধরে নিয়ে গেছে,দেখেছ!
যুবকঃ হ্যাঁ, দেখেছি।
লোকঃ ওকে চেন?
যুবকঃ না।
ঐ লোকটি এই বারের মালিক আর মেয়েটা আমার স্ত্রী। এই মুহূর্তে লোকটি আমার স্ত্রীর সাথে যে আচরণ করছে আমিও তার ব্যবসার সাথে সেই আচরণ করছি!