Category: পাঁচমিশালী

ফায়ার ইন মাই হাউস

ক্যান্টনমেন্টে এক জেনারেলের বাড়ির পাশেই আর্টিলারির ট্রেনিং চলছে। জেনারেল ঘুমাচ্ছিল। ঘুম ভেঙ্গে দেখে তার বাসায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের জন্য আগুন লেগে গেছে। আতঙ্কে সে দৌড়ে জানালায় গিয়ে চিৎকার করল – “ফায়ার ইন মাই হাউস!”
আর্টিলারির সৈন্যরা সাথে সাথে স্যালুট জানিয়ে চিৎকার করল – “ইয়েস স্যার ।”…তারপর কামান ঘুরিয়ে…বাকিটা আর বললাম না…

নারকেল গাছে মেয়ে

দাদুঃ কিরে নাতি,নারকেল গাছে উঠে কি দেখেসিস ?
নাতিঃ ঢাকা কলেজ এর আপু কে দেখেছি ।
দাদুঃ দু হাত ছেড়ে দে,মেডিকেল কলেজ এর মেয়ে ও দেখতে পাবি ।

টাকা পয়সার ব্যাপারে no ছাড়।

মহিলা: কি চাই ?কাকে দরকার ?
লোক: আপনার স্বামীকে দরকার | উনি কি ঘরেআছেন ?
মহিলা: কেন, কি দরকার শুনি ?
লোক: না, মানে,, সামান্য কিছু টাকা….
মহিলা: নেই, সাহেব বাড়িতে নেই | গতরাতে তিনি লন্ডন গিয়েছেন |
লোক: ওনার কাছ থেকে আমি কিছু টাকা ধার নিয়েছিলাম |সেটা সোধ করতে এসেছি |
মহিলা: কাল লন্ডন গিয়েছিলেন, তবে আজই সকালে ফিরেছে…..

মিসেস জেসমিন

মিসেস জেসমিন বাড়িত দোতলায় মিস্ত্রি দিয়ে রং করাচ্ছিলেন। কিছুক্ষণ পর তার মনে হল মিস্ত্রি খুব ধীরে ধীরে কাজ করছে। রান্নাঘর থেকে উপর দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠলেন তিনি, কি, কাজ করছ তো, নাকি ফাঁকি মারছ?
– না, কাজ করছি।
– আমি তো কোন আওয়াজ পাচ্ছি না।
– হাতুড়ি দিয়ে তো আর রং করা হয় না। আওয়াজ পাবেন কীভাবে?

Waiting Room

এক মেয়ে ভুল করে অন্য ট্রেনে উঠে পড়ল ৷
পরের ষ্টেশনে নেমে এক খোড়া লোককে জিজ্ঞাস করল : এইটা কোন ষ্টেশন ?
কিন্তু হৈ চৈ এর কারনে উত্তর শুনতে না পেয়ে লোকটাকে ধরে টেনে Waiting Room এ
নিয়ে আবার জিজ্ঞাস করল : এইটা কোন ষ্টেশন ?
লোকটা (রাগান্বিত হয়ে) : একশবার কইরা কইলাম যে এইডা রেল ষ্টেশন, আর আপনে বিশ্বাসই করতাছেন না ?