এক কুকুর আরেক
কুকুরকে বলছেঃ কিরে দোস্ত সারাদিন সারা রাত বিল গেটস এর বাড়ির সামনে কান পাইতা বইসা থাকস, ঘটনা কি???
দোস্ত আর বলিস না । বিল গেটস এর পোলা একটা অপদার্থ…তার পোলারে কুত্তার বাচ্চা কইয়া গালি দেয়… নিজেরে বিল গেটস মনে হয় ।
অছাম ফিলিংস….
Category: পাঁচমিশালী
Jan 29
অছাম ফিলিংস
Jan 28
একের ভিতরে দুই
১। আদালতে বিচারক্ষম জিজ্ঞেস করছে কোপা শামসুকেঃ তুমি মহিলাদের কামড়ে দিয়েছো কেন?
কোপা শামসুঃ ইয়োর অনার, আমার কী দোষ বলেন… ওইখানেই তো লেখা ছিল
‘মহিলা কামরা’। তাই কামড়ে দিছি ।
২। এক বিদেশি ও বাঙ্গালি জেলের মধ্যে কথোপকথন।
বিদেশি:How are you?
জেলে: হাওয়ার খুব গতি স্যার।
বিদেশি:How much?
জেলে: ইলিশ মাছ
বিদেশি: Ok.bye.
জেলে: ওকে আপনি
চিনবেন না ও আমার ভাই কেরামত।
বিদেশি: Good bye. জেলে: না আপন ভাই।”
Jan 28
দুধ খেলে নাকি শক্তি বাড়ে
বল্টু: লোকে বলে দুধ খেলে নাকি শক্তি বাড়ে !!
বল্টুর বন্ধু :হ্যাঁ, সত্যিই তো বাড়ে, কোন সন্দেহ আছে ??
বল্টু : ধুর ! পাঁচ গ্লাস দুধ খেয়ে এই দেয়ালটা আধাঘণ্টা ধইরা ধাক্কাইলাম, এক ইঞ্চিও নড়ে নাই ! সব ভূয়া !
এখন পাঁচ গ্লাস মদ খেয়ে আসলাম! দেখি দেয়ালটা আমারে দেইখা নিজেই কেমন ভয়ে কাঁপতাছে ।
Jan 28
জন্ম দিনের অনুষ্ঠান
একটা কমিউনিটি সেন্টারের অনুষ্ঠানে ১০০ জন লোকের খাওয়ার আয়োজন করা হয়েছে। কিন্তু খাবার দিতে গিয়ে দেখা গেলো প্রায় ২০০ জন লোক। তখন অনুষ্ঠানের আয়োজক গিয়ে জিজ্ঞেস করল আপনাদের মধ্যে বরপক্ষ কারা? ৩০-৪০ জন দাঁড়ালো। এরপর তিনি জিজ্ঞেস করলেন কন্যাপক্ষ কারা? আরও ৩০-৪০ জন দাঁড়িয়ে গেলো। আবুল ভাই হাসিমুখে বললেন ‘দয়া করে আপনারা বেরিয়ে যান। এটা আমার ছোট ভাইয়ের জন্ম দিনের অনুষ্ঠান।
Jan 27
এক পাড়া ১০টাকা
বাবাঃ কিরে কাঁদছিস কেন?
ছেলেঃ ঐ বুড়ো লোকটার
পায়ে পাড়া মেরেছিলাম।
বাবাঃ সে কি! উনার কাছে ক্ষমা চাসনি?
ছেলেঃ হ্যাঁ চেয়েছি। বাবাঃ তবু মারলো? চলতো গিয়ে দেখি।
বাবা বুড়োকে গিয়ে বললঃ কি ব্যা চাচা, ছেলেটা আপনার কাছে ক্ষমা চাইলো, তাও ওকে এভাবে মারলেন?
বুড়োঃ সাধে কি আর মারছি ?? তোমার পোলায় আমার পায়ে পাড়া দিয়া সরি কইলো। আমি তার ভদ্রতায় খুশি হইয়া তারে ১০টা টাকা দিলাম। হারামজাদা টাকার লোভে আবার আমার
পায়ে পাড়া মারলো।