Category: ডাক্তার- রোগী

বাড়ি থেকে ১৮২৫ কি:মি: দূরে চইলা আইছি

পল্টুর ওজন বেড়ে যাওয়ায় ডাক্তারের
কাছে গেছে
ডাক্তার : প্রতিদিন ৫ কি:মি: করে দৌড়াবেন
তাহলে ১ বছরে ৫০ কেজি ওজন কমবে।
১ বছর পর পল্টু ডাক্তারকে ফোন করল:
.
.
.

পল্টু : ভাই, ওজন তো কমছে কিন্তু বাড়ি ফেরত
যামু কেমনে?
প্রতিদিন ৫ কি:মি:
দৌড়াইতে দৌড়াইতে বাড়ি থেকে ১৮২৫ কি:মি:
দূরে চইলা আইছি!

৩৯৮ থেকে মঙ্গলবার বিয়োগ করেছি।

দীর্ঘদিন চিকিৎসা করার পর তিন
পাগলকে নিয়ে বসেছেন চিকিৎসক।
চিকিৎসক: বলো তো, ৩ কে ৩ দিয়ে গুণ
করলে কত হয়?
প্রথম পাগল: ৩৯৮
হতাশ চিকিৎসক দ্বিতীয় জনকেও একই
প্রশ্ন
করলেন।
দ্বিতীয় পাগল: মঙ্গলবার
হতাশ হয়ে চিকিৎসক তৃতীয় জনকেও একই
প্রশ্ন করলেন।
তৃতীয় পাগল: ৯
: ভেরি গুড! এবার বলো তো,
তুমি এটা কীভাবে বের করলে?!
খুশি হয়ে বললেন চিকিৎসক।
তৃতীয় পাগল:

খুবই সহজ! ৩৯৮ থেকে মঙ্গলবার বিয়োগ
করেছি!

চুলকিয়ে আরাম পান।

এক লোক অনেক দিন ধরে চুলকানির
সমস্যায় ভুগছে।
একদিন সে গেল এলাকার এক
ডাক্তারের কাছে।
ডাক্তার রোগীর রোগের ইতিহাস
শুনেঅনেকক্ষণ চিন্তাভাবনা করে এক
ডোজওষুধ দিলেন।
রোগী খুশি হয়ে বলল, ‘এবার আমার
চুলকানি চিরতরে সারবে তো?
’ডাক্তার বেশ গম্ভীর হয়ে বললেন,
‘এটা চুলকানি সারার ওষুধ না।
’রোগী অবাক হয়ে বলল,
‘এটা চুলকানি সারার ওষুধ
না তো কিসের ওষুধ?
’ডাক্তার আগের মতোই বললেন, ‘এই
ওষুধটা আমি দিয়েছি আপনার নখ বড়
হওয়ার জন্য, যাতে চুলকিয়ে আরাম
পান।

প্লাস

দীর্ঘদিনের পরিচিত এক রোগী তার ডাক্তারকে প্রশ্ন করলেন,

-আচ্ছা, ডাক্তার বাবু- দুনিয়াতে এত সাইন থাকতে আপনারা ‘প্লাস’ (+) কেন বেছে নিলেন?

ডাক্তারের সরল জবাব-

-দেখুন, রোগী মরুক আর বাঁচুক ডাক্তার তো সব সময় ‘প্লাস’-এই থাকে নাকি?..

চেষ্টা করবেন না

রোগীঃ ডাক্তার সাব! বেশীদিন বাচোনের কোন উপায় আছে কি?

ডাক্তারঃ যান বিয়া করেন গিয়া।

রোগীঃ ক্যান? বিয়া করলে কি বেশিদিন বাচন যায়?

ডাক্তারঃ তা কইবার পারুম না। তয় এতডা কইতে পারে যে আপনে বিয়ার পর আর বেশিদিন বাচনের চেষ্টা করবেন না।