Category: ছাত্র-শিক্ষক

হাসির কি হলো?

শিক্ষকঃ মশা মাছি অনেক রোগ
ছড়ায়, তাদের বংশ
বৃদ্ধি রোধ করতে হবে।
ছাত্র:হা হা হা হি হি হি হ
শিক্ষক: হাসির কি হলো?









ছাত্র: স্যার এতো ছোট
বেলুন বানাবেন
ক্যামনে!!!

ইংরেজিতে ফেল

শিক্ষক : অত করে তোকে ইংরেজি শেখালাম, তুই কিনা ইংরেজিতে ফেল করলি?

ছাত্র : স্যার, ইংরেজিতে পাস করার জন্য কী আমরা ৫২-এর ভাষা আন্দোলন করেছিলাম?

শিক্ষক : তাই ইংরেজিতে তো করলি, অঙ্কে ফেল করলি কেন? হতভাগা, দশ আর দশে যোগ করলে কী হয়? আর শূন্যটি বাদ দিলি কেন?

ছাত্র : স্যার, আপনি তো বলেছেন, শূন্যের কোনো দাম নেই। স্যার, যে জিনিসের দাম নেই, সে জিনিস লিখে লাভ কী?

শিক্ষক : ইতিহাসে তো ফেল করলি। একটি প্রশ্নেরও উত্তর দিসনি, কেন বল?

ছাত্র : কী করে দেব স্যার, সব ৫০০ বছর আগের ঘটনা নিয়ে প্রশ্ন? তখন কী আমার জন্ম হয়েছিল?

পরীক্ষায় ফেল

বাবা: যদি পরীক্ষায় ফেল করিস, তুই আমাকে আর বাবা বলে ডাকবি না। ফল বের হওয়ার পর…
বাবা: কিরে, তোর পরীক্ষার ফল কেমন হলো?

ছেলে: আমি দুঃখিত রফিক সাহেব!

পার্থক্য আর ফাইরতক্ক

নোয়াখালীর এক টিচারছাত্রদের পরাচ্ছে,
স্যার – বাচ্চারা difference মানে হইতেসে গিয়া ফাইরতক্ক ।
ছাত্র – স্যার এটা ফাইরতক্ক নাকি পার্থক্য ?

স্যার – আরে বাবা রা ফাইরতক্ক আর পার্থক্য এর মধ্যে কোন ফাইরতক্ক নাই ।

ফাসি দেওয়া যাবেনা

এক শিক্ষক ছাত্র কে বলছেন, বল তো বল্টু। মহাশুন্যে কি করা যায় না?

বল্টুঃ ফাসি দেওয়া যায় না.