এক প্রফেসর তার সাইকোলজি ক্লাসে এক
ছাত্রীকে প্রশ্ন করলেনঃ “মানুষের শরীরের কোন অঙ্গটা উত্তেজিত অবস্থায় সাধারণ অবস্থার চেয়ে দশগুণ বড় হয়ে যায়?”
মেয়েটি লজ্জায় লাল হয়ে বললোঃ “স্যার, এটা আমার পক্ষে বলা সম্ভব না!”
তখন একই প্রশ্ন প্রফেসর অন্য এক ছাত্রকে করলেন।
ছেলেটি দাঁড়িয়ে উত্তরে বললোঃ “স্যার, ঐ বিশেষ অঙ্গটি হলো চোখের মণি!”
তখন প্রফেসর ঐ মেয়েটিকে বললেনঃ “এক নম্বর কথা, তুমি পড়াশোনায় যথেষ্ট অমনোযোগী! দুই নম্বর কথা তোমার মনমানসিকতা যথেষ্ট অশ্লীল!
এবং তিন নম্বর কথা হচ্ছে বিয়ের পর তুমি অবশ্যই হতাশ হবে!!
Category: ছাত্র-শিক্ষক
Nov 30
উত্তেজিত অবস্থায় দশগুণ বড় হয়ে যায়
Nov 30
আমি লায়ন বলেছি,লিয়ন নয়
ইংরেজী শিক্ষক ক্লাসে বাচ্চাদের পশুর ডাক চ্যাপ্টারে পড়া ধরছেন। ক্লাসে এসে তিনি পাজি ফাঁকিবাজ ছেলেটিকে দাঁড় করিয়ে দিয়েছেন।
শিক্ষক: ডগ ?
ছাত্র: ঘেউ ঘেউ ।
শিক্ষক: ক্যাট ?
ছাত্র: মিউ মিউ মিয়াও ।
শিক্ষক: লায়ন ?
ছাত্র: আহ আহ উহ ।
শিক্ষক: আমি লায়ন বলেছি,লিয়ন নয়।
Nov 30
ফাঁকিবাজি ছাত্র
ম্যাডামঃ- কালকে যে পড়াটা মুখস্ত করেতে দিছলাম। তা তুমি মুখস্ত করেছো?
পাপ্পুঃ- না ম্যাডাম!!
ম্যাডামঃ- কেনো? বাসায় পড়তে বসনি?
পাপ্পুঃ- যখন আমি পড়তে বসেছি ঠিক তখনি কারেন্ট চলে গেছে।
ম্যাডামঃ- নিশ্চয়ই একটু পর আবার কারেন্ট আসছে?
পাপ্পুঃ- হ্যা কারেন্ট তো আসছিলো। কিন্তু আবার যখনি আমি পড়তে বসেছি ঠিক তখনি আবার কারেন্ট চিলে গেছে।
ম্যাডামঃ- তার পর অবশ্যই আবার কারেন্ট এসেছিলো?
পাপ্পুঃ- কারেন্ট তো এসেছিলো কিন্তু আমি আর পড়তে বসিনি এই ভেবে ”যে কারেন্ট চলে যাবে আমার জন্য আর বেকার অন্যান্য লোকেরা অসুবিধা ভোগ করবে।
Nov 17
বর্তমানে ফেসবুকের জনপ্রিয় কবিতা !
বর্তমানে ফেসবুকের
জনপ্রিয় কবিতা !
.
.
.
পড়ে না চোখের পলক …
অ্যাড মি আই এম ব্লক ।
দোহাই লাগে ফ্রেন্ড
রিকুয়েস্ট,
একবার পাঠিয়ে দেখো ।
আমি লাইক মারবো কমেন্ট
করবো ।
ঠেকাতে পারবে না কেউ !
Nov 17
স্যার আপনার মেয়ে !!!
স্যারঃ কি ব্যাপার, তোরা মারামারি করস ক্যা ?
ছাত্রঃ স্যার, ও আমার জান্টুস রে কিস করসে !
স্যারঃ তোর ‘ জান্টুস ‘ কেডা ?
”
”
ছাত্রঃ স্যার, আপনার মেয়ে !
”
”
”
স্যারঃ কি ! ! !
মার ওরে , আরো বেশি কইরা মার ! !
মজা পাইলে লাইক দিন।