Category: ছাত্র-শিক্ষক

আকবরের ফোন নাম্বার

ইতিহাস ক্লাশে স্যার নিশিকে দাঁড় করালেন- ‘বলো তো, আকবর জন্মেছিলেন কবে?’
নিশি : স্যার, এটা তো বইয়ে নেই!
স্যার : কে বলেছে বইয়ে নেই! এই যে আকবরের নামের পাশে লেখা আছে- ১৫৪২-১৬০৫!
নিশি : ও! ওটা জন্ম- মৃত্যুর তারিখ! আমি তো ভেবেছিলাম ওটা আকবরের ফোন নাম্বার। তাই তো বলি, এত্তোবার ট্রাই করলাম, রং নাম্বার বলে কেন?

২০২০ সালের ফেসবুক-

গিন্নির স্ট্যাটাস- আজ করল্লা আর লইট্যা শুটকি দিয়ে গরুর
মাংসের দো পেয়াজি কর্ছি।
কর্তা অফিসে বসে- লাইক।কমেন্টস এ- ওয়াও! লাবুজানু,আই
উইল বি হোম সুন খ্যান্ট উয়েঠ
বাসার পিচ্চি- ডিসলাইক ,আমিবার্গার খামু।
বান্ধবি- এই রেসিপি টা লিখেশেয়ার দে না রে !আমিও
রাধঁবো ওর জন্য
পাশের বাসার ভাবি-লাইক,এন্ড আমাকে এক বাটি দিয়েন
তো আপা
বউয়ের আপন মা- আহারে আমার মেয়টা শশুর
বাড়ি গিয়ে কি কষ্টেই না আছে,এখনি চুলো গুতাচ্ছে সবাই
তোকে শুধু পোক করে নারে?
শাশুড়ি- কি যে রাধোঁ না তুমরা ? আমারে এই আইটেম
থেকে আনট্যাগ করো,আজ আমি সাগুদানা আর দুধ খাবো।
ননদ- স্ট্যাটাসে লাইক ও না,ডিসলাইক ও না।বয় ফ্রেন্ডের
সাথে চ্যাটে-জানু আমাকে কিন্তু
আজকে তুমি চাইনিজে নিয়ে যাবা,ভাবি আজকেও ছাইঁপাশ
রাধঁছে
দেবর- ফ্রেন্ডের সাথে চ্যাটে ।দোস্ত তোর
মেসে বুয়ারে চাউল এক পট বাড়ায়া দিতে ক!
আমি আইতাছি,দুপুরে খামু।
দাড়োয়ান- ম্যাডাম দর্জা জানলা বন কৈরা রান্ধেন
ফিলিজ,অলরেডি পাশের ফ্ল্যাটের লোকজন গন্ধের
চোটে রিপোর্ট বাটনে কিলিক মারছে।
জরিনা খাতুন’স রেসিপি পেজ- আপনি আমাদের রেসিপি নিজের
নামে চলানোয় আপনাকে আনফ্রেন্ড কর্তে বাধ্য হলাম।
বুয়া- কমেন্টস এ – ইসটেটাস পরে দিয়েন আগে শপিং মল
থাইকা আইসা রান্না বওয়ান খালাম্মা।
অতঃপর মান ইজ্জত খাওনের দুষে একটু পরেই বুয়ারে ব্লক:-( :P:P:

একের ভিতরে দুই

১ ।স্যার: এমন ১ টা বিপদের নাম বল ,যা থেকে উদ্ধার হলেও বিপদ, না হলেও বিপদ।
ছাত্র: লুঙ্গিতে আগুন লাগলে খুললে ও বিপদ, পরে থাকলে ও বিপদ!

২। ক্লাসে এক মেয়ে বলতেছে- বল তো কারা বেশি রাগ করে? ছেলেরা না মেয়েরা?
বল্টু : অবশ্যই মেয়েরা ।
মেয়ে : কীভাবে?
বল্টু :আমি যদি তোমাকে একটা চুমু দেই তাহলে তুমি রাগ করবে কিন্তু
তুমি আমাকে চুমু দিয়ে দেখ আমি কখনো-ই রাগ করব না!
বল্টু ROOCKS…..
মেয়ে SHOOCKS….।

ইয়াং লেডি টিচার

বাসে এক ইয়াং লেডি টিচার দাড়ে যাচ্ছিলো। এক বাচ্ছা টিচার কে দেখে ঝটপট দাঁড়িয়ে বলল।
বাচ্ছাঃ- ম্যাডাম আপনি আমার জায়গায় বসুন। ম্যাডাম বাচ্ছার গালে ঠাস করে একটা থাপ্পর লাগে দিলো।
বাচ্ছাঃ-আবছোস করে বলল। কেয়া জামান আগেয়া? আজ কাল গুরুজন কে শ্রদ্ধা করার পরিনাম কি এই? বলতে বলে আবার বাপের কোলে বসে পড়লো।

ম্যাডাম আকবরের বিছানায়

ম্যাডাম ক্লাস নিচ্ছে ——
ম্যাডামঃ- অনেক অনেক বছর আগের কথা। তখন মুঘল সম্রাট আকবর-এর শাসন কালছিলো। একদিন তিনি তার বিছানায় শুয়ে ছিলেন। এমন সময় এক ছাত্র
উঠে দাঁড়িয়ে বললোঃ- ম্যাডাম,এই পুলা পিছে থাইকা আমারে খালি খুচাইবার লাগছে
ম্যাডামঃ- আই পুলা, আমি আমার পড়ানোর সময় কোন ডিস্টার্ব চাই না। তাই একদম চুপ চাপ আমার পড়া কানের মইধ্যে হিলায় নাউ । নাইলে কানডা ধইরা বাইর কইরা দিমু।
বুঝছো? যত সব ফাউল পুলাপাইন
ম্যাডামঃ-তো আমরা আমাদের পড়ায় ফিরে আসি। আমি যেন কোথায় ছিলাম?
ছাত্ররা একসাথে বলে উঠলোঃ- ম্যাডাম আকবরের বিছানায় ছিলেন।