Most commented posts
- আধুনিক ছেলে — 9 comments
- ভাবি এবং দেবর — 8 comments
- একটা চুমো — 7 comments
- পঁচা বাসি গন্ধ — 7 comments
- আমার সাথে বিছানায় যাবেন — 7 comments
May 14
একজন ভদ্রলোক হঠাৎ তার বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে এসে দোতলায় জানালার দিকে ক্যাচ লোফার ভঙ্গি করে দাঁড়ালেন । তার প্রতিবেশী ব্যাপারটা দেখে আশ্চর্য হয়ে বললেন, কী ভাই, নিজের বাড়ির জানলার দিকে অমন করে কী দেখছেন?
কিছু না, আমার বউ ঘড়িটা ছুড়ে মেরেছে। ওটা এই জানালা দিয়ে এখুনি পড়বে।
ধুর মশাই, সে তো অনেক আগেই পড়ে গেছে।
তা হতেই পারে না, আমার ঘড়িটা দশ মিনিট লেট আছে।
May 13
এক প্রফেসর তার সাইকোলজি ক্লাসে এক ছাত্রীকে প্রশ্ন করল, মানুষের শরীরের কোন অঙ্গটা উত্তেজিত অবস্থায় সাধারন অবস্থা থেকে দশগুন বড় হয়ে যায়।?
মেয়েটি লজ্জায় লাল হয়ে বলল, স্যার এটা আমার পক্ষে বলা সম্বভ না। তখন একই পশ্ন প্রফেসর একটি ছেলেকে করল।ছলেটি দাড়িয়ে বলল,স্যার চোখের মণি। তখন প্রফেসর মেয়েটিকে বলল,এক নম্বর কথা তুমি পড়াশুনায় যথেষ্ট অমনোযোগী,দুই নম্বর কথা তোমার মানসিকতা অশ্লীল এবং তিন নম্বর কথা হচ্ছে বিয়ের পর তুমি অবশ্যই হতাশ হবে।
May 13
রাজশাহী এক ছোট্র ছেলে পরিবারের সাথে বেড়াতে গেছে সিলেটে । সেখানে তার বন্ধুত্ব হল আরেক ছোট্র মেয়েয় সাথে । দুজনে সারা দিন চা-বাগান, পাহাড়ে, টিলায় ছোটাছুটি করে খেলে বেড়াল। তারপর বিকেলে গেল ঝরনার কাছে গোসল করতে।গোসল শেষে পোশাক পড়ার সময় মেয়েটি আড় চোখে ছেলেটির দিকে তাকিয়ে বলল, আমার জানা ছিল না সিলেট আর রাজশাহীর লোকের ভিতর এত পার্থক্য ।
May 13
এক পার্টিতে এক ধনী লোকের টাকা ভর্তি মানিব্যাগ হারিয়ে গেছে। তখন পার্টির লোকজন মাইকে ঘোষনা দিল যিনি মানিব্যাগটি খুজে দিবেন তাকে মানিব্যাগের মালিক ১০০ ডলার পুরষ্কার দিবেন। এ সময় আরেকটি গলা শোনা গেল পেছন থেকে
May 13
এক লোকের বাড়ি সার্চ করে জাল নোট ছাপার যন্ত্র পাওয়া গেল।তাকে গ্রেপ্তার করা হল।
লোকটি পুলিশের উদ্দেশে বলল, আমাকে গ্রেপ্তার করলেন কেন? আমার কাছে তো কোনো জাল নোট পান নি।
তাতে কী? জাল নোট ছাপার যন্ত্র তো পেয়েছি।
সে ক্ষেত্রে আপনি আমাকে রেপ করার জন্য গ্রেপ্তার করুন।
কেন, আপনি কাঊকে রেপ করেছেন?
না, কিন্তু রেপ করার যন্ত্র তো আছে!