Most commented posts
- আধুনিক ছেলে — 9 comments
- ভাবি এবং দেবর — 8 comments
- একটা চুমো — 7 comments
- পঁচা বাসি গন্ধ — 7 comments
- আমার সাথে বিছানায় যাবেন — 7 comments
May 16
মেয়েঃ আমার এক এক নি:শ্বাস-এর জন্য
এক একটা ছেলে মরতে পারে
ছেলেঃ তাহলে ভালো টুথ পেস্ট
দিয়া দাঁত মাজলেই পার
May 15
রঞ্জু মিয়া বড়ই কৃপণ।
একবার তিনিগেছেন
কলা কিনতে।
রঞ্জু মিয়া: কি ভাই, এইছোট্ট কলাটার দাম
কত?
বিক্রেতা: তিন টাকা।
রঞ্জু মিয়া: দুই টাকায় দেবে কি না বলো?
বিক্রেতা: বলেন কি! কলার ছোকলার দামই
তো দুই টাকা।
রঞ্জু মিয়া: এই নাও এক টাকা।
ছোকলা রেখে আমাকে কলাদাও।
May 15
এক কবুতর একটু নিচু হয়ে উড়ছিল…হঠাৎ
এক গাড়ির সাথে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে গেলো
এক লোক তাকে নিয়ে গিয়ে খাঁচায় রাখল।
যখন কবুতরের জ্ঞান ফিরল,তখন
সে খাঁচার ভিতর নিজেকে দেখে বলল,
..
“হায় আল্লাহ! আমি জেলে…!!
গাড়িওয়ালা কি মারা গেছেনাকি….??
May 15
গ্রাম থেকে আসা একজন ভ্রমণকারীকে গাইড আগ্রা দুর্গ দেখাচ্ছেন।
পাঁচিলের আড়ালে এই যে ভাঙাচোরা সুড়ঙ্গটা দেখছেন এটা যমুনা ঘাট পর্যন্ত চলে গেছে।এক সময় বেগমরা এই গোপন সুড়ঙ্গ পথে স্নান করতে যেতেন।এখন এটা বন্ধ রাখা হয়েছে।
একটু আগে যে বললেন এটা দিল্লি পর্যন্ত চলে গেছে। এখন যমুনা পর্যন্ত বলছেন কেন?
উনি দিয়েছেন ৫০ টাকা। আপনি তো মাত্র ২৫ টাকা দিয়েছেন। একটু কম তো হবেই।
May 15
যুদ্ধের ময়দান। হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ক্যাপ্টেন অর্ডার করলেন।
যে সবার আগে দুশমনের মুখোমুখি হতে চাও সে লাইন ছেড়ে এক কদম এগিয়ে দাড়াও।
এক সৈন্য এগিয়ে দাড়াল এক কদম।
এই তো চাই, তোমার মতো সাহসী জোয়ানই আমার দরকার ।সাবার আগে কেন তুমি এগিয়ে এলে?
আমি আগিয়ে আসি নি ।অর্ডারের সঙ্গে- সঙ্গে সবাই এক কদম পিছিয়ে দাড়িয়েছে।