Most commented posts
- আধুনিক ছেলে — 9 comments
- ভাবি এবং দেবর — 8 comments
- একটা চুমো — 7 comments
- পঁচা বাসি গন্ধ — 7 comments
- আমার সাথে বিছানায় যাবেন — 7 comments
May 21
স্যার : বলতো কোন পাখির
ডানা আছে কিন্তু উড়তে পারেনা ?
বল্টু : মরা পাখি স্যার !
স্যার : বুঝেছি পড়াশুনা করিসনি ;
কালকে তোর
বাবাকে ডেকে আনবি বল্টু : আমার
বাবা কিন্তু একজন
গভর্নমেন্ট
স্যার : (নরম হয়ে) আচ্ছা, উনার নাম
কি ?
বল্টু : বাটার রেড গভর্নমেন্ট..
স্যার :মানে ?
বল্টু : বাটার
মানে মাখন, রেড
মানে লাল
আর গভর্নমেন্ট মানেসরকার । আমার
বাবার নাম মাখন লাল সরকার
স্যার : তোর মায়ের নাম কি ? বল্টু:
স্টার
মাইন্ড ওয়াইফ.. স্যার :
মানে ?
বল্টু : স্টার মানে তারা, মাইন্ড
মানে মন আর ওয়াইফ মানে বিবি ;
আমার মায়ের নাম তারামন বিবি…
স্যার : তোর দাদার নাম কি? বল্টু:
ফাদার
বাস.. স্যার : মানে ?
বল্টু : ফাদার মানে আব্বা আর বাস
মানে বাস; আমার দাদার নাম
আব্বাস..
May 21
ক্লস থ্রিতে পড়ে এক পিচ্চি।
সে কোনদিন কোন মানুষের
পাছা দেখেনি এবং নিজের পাছাও
দেখেনি।
একদিন
স্কুলে পড়া না পাড়ার স্যার তার
পাছায় অনেক পিটিয়েছে।
সে বাড়িতে এসে আয়নায় নিজের
পাছা দেখে বলল
.
আল্লাগো, জাওরা স্যার
আমারে মাইরা দুইভাগ করে দিছে।
May 21
এক বাচ্চার লাভ লেটারঃ
প্রিয় পিঙ্কি ,
এই চিঠি দেয়ার কারন হচ্ছে তুই আমার খুব পছন্দের !! তুই ও দেখি সব সময় ক্লাসে আমারদিকে তাকিয়ে থাকিস !!
এই জন্য আমার মনে হয় তুইও আমাকে পছন্দ করিস !! অঙ্ক পরিক্ষায় আমাকে একটু হেল্প করিস প্লীজ !!
আর তুই লাল ফিতা আর পড়িস না!! তোর পিছনের ওই মেয়েটা এটাতে কালি লাগিয়ে দেয় এইজন্য আমার খুব রাগ লাগে !! ও আমার পাশের বাসায় থাকে !! তাই মাঝে মাঝে এই কালির বদলা নিতে ওদের বাড়ির বেল বাজিয়ে আমি দৌড় দেই !!
আর শোন তুই ফেয়ার অ্যান্ড লাভলি মাখিস!! তাহলে তোকে আরও সুন্দর লাগবে!! তোর পাশের মেয়েটা, ঐ যে চিঙ্কিনাম, সে তো তোর চে ফরসা !! কিন্তু আমি তো তোকেই পছন্দ করি, কারন ও আমার কলম চুরি করছে !!
চিঠি পড়ে রাগ হইলে আমাকে ফেরত দিয়ে দিস, স্যারকে দিস না প্লীজ !!
তোর প্রিয়
-পিংকু
May 21
প্রশ্নঃ মাঝরাতে ফোন
করে ঘুম
ভাঙ্গিয়েঃ “দোস্ত
ঘুমাইছিলি??”
উত্তরঃ “না না,আমি মর্নিং ওয়াক
করতে ছিলাম !
প্রশ্নঃ সিনেমা হলে দেখা হলে, দোস্ত
এখানে কি করিস??”
উত্তরঃ “আমি সিনেমা হলে পপ কর্ণ
বেচার
কাজ
নিছি ! ! পপকর্ণ
কিনবি ??”
প্রশ্নঃ বাসে (পা মাড়িয়ে
দিয়ে) “সরি আপু!!
ব্যাথা পাননাই তো??”
উত্তরঃ “না ভাই,ব্যথা পাব
কেন??” আমার
পায়ে লোহা বাধা আছে!!
আর একবার পাড়া দেন
প্লীজ !
প্রশ্নঃ TNT ফোনে কল
করার পরঃ “দোস্ত,
তুই কোথায়??”
উত্তরঃ “আমি মার্কেটে, সপিং করতেছি,
TNT
ফোনটা আমার গলায়
ঝুলিয়ে রাখছি!!”
প্রশ্নঃ চুলে নতুন কোন কাট
দেখলেঃ”কিরে চুল
কাটিয়েছিসনাকি?? ”
উত্তরঃ “না না চুল
কাটাই নাই!! এখন
শীতকাল
তো, গাছের
পাতা ঝরার
সাথে সাথে আমার
চুলও
নিজে নিজে ছোট
হয়ে গেছে”
May 21
ফেসবুকে এক মেয়ে এক ছেলেকে বলছে . . .
মেয়েঃ কি কর ?
ছেলেঃ শেভ করি ।
মেয়েঃ যখনই বলি তথনই শেভ কর ! দিনে কয়বার
শেভ কর ?
ছেলেঃ ৩০-৪০ বার ।
মেয়েঃ ৩০-৪০ বার ! পাগল নাকি ?
.
ছেলেঃ না পাগল না . . .নাপিত ।