Yasin Hossain

Author's posts

অন্ধকার রাত

অন্ধকার রাত…লোডশেডিং চলছে। এক
নববিবাহিত দম্পতি তাদের
বেডরূমে বসে আছে।
জানালা দিয়ে দখিনা বাতাস আসছে।
বাতাসে স্ত্রীর ঘনকালো চুল
এলোমেলো হয়ে যাচ্ছে।
চাঁদের
আবছা আলোতে তারা একে অপরের
দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে…
বুঝতেই পারছেন খুব রোমান্টিক
পরিবেশ।
এমন একটা মুহূর্তে স্ত্রী স্বামীর খুব
কাছে এসে খুব ক্ষীণকন্ঠে বলল,
“তুমি কি বুঝতে পারছো, আমি এখন
তোমার কাছে কী চাইতে পারি?”
স্বামী বলল, “হ্যা, বুঝতে পারছি।
” স্ত্রীর কন্ঠস্বর আরো গাঢ় হল,
সে আগের চেয়েও ক্ষীণ
কন্ঠে বলল,”কি?”
.
.
.
.
স্বামী বলল, একটা “IPS”!

ঘর বড় দরজা ছোট।

রফিক বিয়ে করবে তাই পাত্রী
দেখতে গেলো …..
কিন্তু হতাশ মুখে ফিরে এলো …..
এটা দেখে তা বন্ধু শামসু জিজ্ঞেস
করলোঃ “কিরে রফিক তোর
পাত্রী পছন্দ হয়নি?”
রফিক জবাব দিলোঃ “না রে দোস্ত!!
মাইয়া অনেক মোটা!!”
এইটা শুইনা শামসু
মুচকি হাইসা কইলোঃ আরে হারামজাদা…
ঘর
যতোই বড় হোউক, দরজা তো ছোটই
হইবো!! নাকি?!

খাঁটি বাংলায়

না পড়লে চরম মিস
করবেন
পহেলা বৈশাখের দিন
সকালে জলিল সাহেব
ঠিক করলেন, আজ
থেকে তিনি এবং তার
পরিবারের সবাই এখন
থেকে খাঁটি বাংলায়
কথা বলবেন। কোন
ইংরেজি শব্দ ব্যবহার
করবেননা।
তো, তিনি তার
পরিবারের
সবাইকে ডেকে ব্যাপার
সবাই রাজি হল, আর
ঘটতে লাগল মজার সব
ঘটনা।
জলিল সাহেবের
স্ত্রীঃ ওগো, আজ
সকাল থেকে গ্যাস
নেই।
রান্না করবো কিভাবে!
জলিল
সাহেবঃ তোমাকে নিয়ে
পারা গেলনা।
তুমি জানোনা, আজ
থেকে এ বাসায়
ইংরেজি শব্দ
বলা নিষেধ!
মিসেস জলিলঃ ও সরি!
এই যা! আবার ভুল
হয়ে গেল!
দুঃখিত, আজ সকাল
থেকে ‘বায়ু’ নেই!
একটু পরে জলিল
সাহেবের মেয়ে মিসেস
জলিলকে বললঃ মা,
টিভির
রিমোটটা কোথায়
রেখেছ?
মিসেস
জলিলঃ যা বলার,
বাংলায় বল!
মেয়েঃ মা, দূরদর্শনের
দূরবর্তী নিয়ন্ত্রকটা কোথ
রেখেছ ???
জলিল সাহেবের
ছেলে বাইরে যাচ্ছে।
জলিল সাহেব
তাকে ডেকে বললেনঃ এ
তোর চুল সজারুর
কাঁটার মত
দাঁড়িয়ে আছে কেন?
ছেলেঃ বাবা,
ইংরেজি শব্দ বলব,
না বাংলা?
জলিল
সাহেবঃ অবশ্যই
বাংলায় বলবি।
চুলে ‘কারাগার’
মেখেছি !!!

প্রেমিককে নিয়ে বিছানায়

সবসময় মাতাল স্বামীর
অবর্তমানে স্ত্রী তার প্রেমিককে
নিয়ে বিছানায়
চাদরে ঢেকে আনন্দে লিপ্ত।
চরম মুহুর্তে ডোরবেলের শব্দ
স্ত্রী প্রেমিককে- ”
তাড়াতাড়ি লুকাও,আমার
স্বামী এসে গেছে”
প্রেমিক- ” কোন ব্যাপার
না,মাতালে বুঝতেই
পারবে না,তুমি যেমন আছ তেমনিই
থাক”
মাতাল স্বামী চাদরের নীচে ঢুকে –
স্ত্রীকে বলল,” প্রিয়তমা,চাদরের
নীচে ৬টি পা মনে হচ্ছে কেন?”
স্ত্রী-” কি যে বল,মাতাল
হয়ে তুমি ভুল করছ,নেমে দেখ ৪
টি পা আছে”
স্বামী বিছানা থেকে নেমে ৪টি পা
হয়ে বলল,
” সরি,সোনা, আসলে আমি মাতাল
ছিলাম তো”

দুধ থেকে।

একবার ক্লাস এ ম্যাডাম ব্লাউস এ
গোলাপ লাগিয়ে ক্লাস এ আসলো।
কথা প্রসংগে ছাত্রদের
জিজ্ঞাসা করলোঃ বলতো গোলাপ, এর
পুষ্টি কোথা থেকে পায় ??
ছাত্রঃ দুধ থেকে।
ম্যাডামঃ না পানি থেকে!!
এই সহজ প্রশ্নটাই
পারলে না।
ছাত্রঃ
আমি ক্যামনে জানমু এইটার
ডাঁটা এত নিচে গেছে ।