Yasin Hossain

Author's posts

পশ্নের উত্তর

শিক্ষক :তুমি হোমওয়ার্ক করে আনো নি কেন?
ছাত্র : স্যার,লোডশেডিং। তাই আলো ছিলো না.
স্যার:মোমবাতি জ্বালালেই হতো
ছাত্র: স্যার, লাইটার ছিলো না
স্যার : লাইটার ছিলোনা কেন ?
ছাত্র: স্যার ,বাবা যে রূমে নামাজ পড়ছিলো ওখানে ছিলো
স্যার: তাহলে ..ওখান থেকে আনলে না কেন?
ছাত্র: স্যার,আমার ওজু ছিল না
স্যারঃ ওজু ছিল না কেন ?
ছাত্র :পানি ছিল না স্যার.
স্যার : কেন ছিল না ?
ছাত্র : মোটর কাজ করছিলো না!
স্যার : স্টুপিড মোটরে কি হয়েছিলো ?
ছাত্র : স্যার , শুরুতেই
তো আপনাকে বললাম ,
কারেন্ট
ছিল না।

মফিজ ভাইয়ের কলা

মফিজঃ ভাই কলা আছে ?
দোকানদারঃ না ।
১৫মিনিট পর মফিজ আবার গেছে….
মফিজঃ  ভাই কলা আছে ?
দোকানদারঃ  না ।
৩০মিনিট পরঃ  ভাই কলা আছে ?
দোকানদার একটু রেগেঃ  না ।
১ঘণ্টা পরঃ  ভাই কলা আছে ?
দোকানদার বললঃ  আপনারে কয়বার
বলব ?
বললামই তো কলা নাই !
১.৩০মিনিট পরঃ  ভাই কলা আছে ?
দোকানদার রেগে বললঃ আরেকবার
আইলে আপনারে হাতুড়ি দিয়া বাড়ি দিমু
২ঘণ্টা পরঃ
মফিজঃ ভাই হাতুড়ি আছে ?
দোকানদারঃ না ।
মফিজঃ তাইলে কলা আছে ?

বালিশ দেস নাই ক্যান

এক স্বামীর তার স্ত্রীকে পেটানোর ইচ্ছা হয়েছে,
কিন্তু স্ত্রীর কোন দোষ পাচ্ছে না।
সে অনেক ভেবেও স্ত্রীর কোন দোষ পায় না।
হঠাৎ স্বামী বাইরে থেকে এসে দেখে বাড়ির
উঠানে একটি কুকুর শুয়ে আছে।
সে এটা দেখে আর দেরি না করে দ্রুত
ঘরে ঢুকে স্ত্রীকে পেটাতে থাকে।
স্ত্রীঃ (কাঁদো কণ্ঠে)
আমারে মারতাছ ক্যান?
আমি কি করছি?
স্বামীঃ ঐ হারামজাদি
বাইরে এতক্ষণ
ধইরা কুত্তা শুইয়া রইছে তুই বালিশ
দেস নাই ক্যান?

বাড়ি থেকে ১৮২৫ কি:মি: দূরে চইলা আইছি

পল্টুর ওজন বেড়ে যাওয়ায় ডাক্তারের
কাছে গেছে
ডাক্তার : প্রতিদিন ৫ কি:মি: করে দৌড়াবেন
তাহলে ১ বছরে ৫০ কেজি ওজন কমবে।
১ বছর পর পল্টু ডাক্তারকে ফোন করল:
.
.
.

পল্টু : ভাই, ওজন তো কমছে কিন্তু বাড়ি ফেরত
যামু কেমনে?
প্রতিদিন ৫ কি:মি:
দৌড়াইতে দৌড়াইতে বাড়ি থেকে ১৮২৫ কি:মি:
দূরে চইলা আইছি!

উহ আস্তে আস্তে

প্রেমিক ও প্রেমিকা ট্যাক্সি ক্যাবে করে ঘুরতে বের হয়েছে ।
নিশ্চুপ পরিবেশ ……..
ফুলস্পিডে গাড়ি চলছে …….
হঠাত্‍ ড্রাইভার গাড়ির গতি কমিয়ে দিল ।
প্রেমিক ড্রাইভারকে প্রশ্ন করল , ড্রাইভার গাড়ির গতি কমিয়ে দিলে কেন ?
ড্রাইভার উত্তর দিল , কেন আপামনি যে বলল

“উহ…….আস্তে……আস্তে….