Yasin Hossain

Author's posts

আমার টা লইয়া জাও

এক অবিবাহিত যুবক ফেসবুক এ
ইস্টেটাস দিল
আমি বিয়ে করতে চাই ।
২ জন মেয়ে লাইক দিল,

১০৬ জন পুরুষ কমেন্ট করল
আমার টা লইয়া জাও !
আমার টা লইয়া জাও !

সাধারণ ফ্রেন্ড আরবেস্ট ফ্রেন্ডের মধ্যে পার্থক্য

সাধারণ ফ্রেন্ড আরবেস্ট ফ্রেন্ডের মধ্যে পার্থক্য কি?

আপনি কাদায় পা পিছলে পড়ে গেলে সাধারণ বন্ধু

আপনাকে নিয়ে খুব হাসবে।

কিন্তু বেস্ট ফ্রেন্ড কি করবে জানেন?

আপনার ছবি তুলে ফেসবুকে আপলোড করবে . . .

ছেকাবাবা মমিন

ছেকাবাবা মমিন তার কলেজের এক
মেয়েকে বলল ,I love u
এখন তুমি আমাকে বল
মেয়েঃ- আমি এখন স্যারকে গিয়া বলব।
ছেঁকাবাবা মমিনঃ- ওরে, স্যারকে বইলো না
ওনার বিয়ে হয়ে গেছে।

দশটা না পাঁচটা না একট বৌ চাই

” ডিয়ার আম্মা,
অনেক হইয়াছে এইবার আমাকে বিয়া করিবার
অনুমতি দাও। তোমার
কষ্ট করিয়া আমার বৌ খুঁজিতেহইবে না। আমিই
তোমার লাইগ্যা
একটা ফুটফুটে বউ আমদানি করিব।
১৯ বছর বয়সের জন্য
অপেক্ষা করিয়া লাইফের বারোটা বাজাতে পারুম না।
কোলবালিশের লগেও আর পীরিত করিতে পারুম না।
আমার বৌ চাই!! দশটা না পাঁচটা না একট বৌ চাই
গো আম্মাজান!!
অতত্রব, আমি আশা করিব তুমি তোমার পুত্রের
মনোবাসনা পুরণের
নিমিত্তে গ্রিন সিগন্যাল প্রদান করিয়া পুত্রবধুর মুখ
দর্শন করিবার প্রত্যয় ব্যক্ত করিয়া আমাকে কুমার
ঘুচাইয়া দিবা ।
ইতি
তোমার হতভাগা ছেলে x

মেয়েটা কানে কম শোনে

রণন আর নাছের দুই বন্ধুতে কথা হচ্ছে। রণন:
বুঝলি নাছের, সুলেখাকে আমি ভালোবাসতাম,
কিন্তু এখন আর বাসি না। নাছের: কেন? রণন:
মেয়েটা কানে কম শোনে। নাছের:
কী করে বুঝলি? রণন: আমি ওকে বললাম,
আমি তোমাকে ভালোবাসি। আর ও বলল, আমার
পায়ের স্যান্ডেলটা নতুন!