Yasin Hossain

Author's posts

আমি একটা গাধা

এক মহিলা রাতে একা বাড়ি ফিরতেছিলো।
এক ছেলে রাতে একা মহিলা কে দেখে লোভে বলল আমি আপনাকে বাড়িতে এগিয়ে দিয়ে আসি ?
মহিলা বলল ঠিক আছে। বাড়িতে গিয়ে মহিল বলল অনেক রাত হয়েছে তুমি বরং বিট্টুর ঘরে গিয়ে বিট্টুর সঙ্গে ঘুমাও।
ছেলেঃ -না আমি এখানেই সোফা তে ঘুমাতে পাবো।
মহিলাঃ- অনেক request করলেন ছেলে টি কে বিট্টুর সঙ্গে ঘুমাতে।
ছেলেঃ -না আমি এখানে এ ঘুমাবো।
মহিলাঃ- ঠিক আছে তুমি এখানে ঘুমাও আমিই বিট্টুর সঙ্গে ঘুমাতে গেলাম।
পর দিন সকালে ঘুম থেকে উঠে ছেলেটি ঐ বাড়িতে একটি খুব সুন্দরি মেয়ে কে দেখে অবাক হয়ে মেয়ে কে জিজ্ঞাসা করলো ..
ছেলেঃ – এই কে তুমি ?
মেয়েঃ-আমি বিট্টু………. আপনি কে ?
ছেলেঃ – আমি একটা গাধা।

চিনি খাই

কোন এক শহরে স্বামী,স্ত্রি এবং এক মেয়ে নিয়ে একটি পরিবার ছিলো ।
মেয়ের বয়স খুব কম তারা সবাই যখন রাতেরখাওয়া শেষ করত, তখন স্বামী তার বউকে বলতো চল করি
তার বউ একদিন বলছে মেয়ে বড় হচ্ছে তুমি এই কথা না বলে বলবা চল চিনি খাই ।
এই ভাবেই তারা চিনি খেতে লাগলো। তার কয়েক বছর পর একদিন মেয়েতার বাবাকে বলছে বাবা তোমরা প্রতিদিন যে চিনি খাও কাল রাতে আমিও সে চিনি খেয়েছি অনেক মাজা।
বাবা বললেন, তোমাকে চিনি কে খায়িছে ?
মেয়ে:আমদের কাজের ছেলে মতিনভাই বাবা অনেক মজা চিনি খেতে ।
বাবা তো এই কথা শুনে রেগে আগুন হয়ে গেলেনএবং কাজের ছেলেকে মারতে শুরু করলেন।
পাশের বাড়ির ভদ্রলোক বলেন কাজের ছেলেটাকে মারছেন কেন ভাই?
উত্তরে তিনি বললেন ওআমার চিনি চুরি করে খেয়েছে।
ঐ ভদ্র লোক বলেন সামান্য চিনির জন্য এত মারছেন!
উত্তরে তিনি বললেন ওআমার নতুন বস্তার মুখখুলে চিনি চুরি করে খেয়েছে!

মাথা নষ্ট

এক লোক বাজারে গেছে মুরগী কিনতে।
সে মুরগিওয়ালাকে বলল একটা রাজশাহীর মুরগী দেও। মুরগিওয়ালা একটা মুরগি দিয়া বলল এই নেন রাজশাহীর মুরগি।
লোকটা মুরগীর পাছা দেখে কইলো। অই মিয়া এইডা তো রাজশাহীর মুরগী না। এটা যশোর এর মুরগী।
মুরগিওয়ালা অনেক খুজে আরেকটা মুরগি দিয়া কইলো এই নেন রাজশাহীর মুরগি।
লোকটা আবার মুরগীর পাছা দেখে কইলো, ধুর মিয়া এইডাও তো রাজশাহীর মুরগি না। এটা ফরিদপুরের এর মুরগী।
মুরগিওয়ালা এবার অনেক ক্ষন খুজে আরেকটা মুরগি দিয়া কইলো এই নেন এইটাতো রাজশাহীর মুরগি হইবোই।
লোকটা এবার রাইগা কইলো। কি মিয়া? কি ব্যবসা কর একটা মুরগিও চিনো না। তোমার বাড়ি কই?
এইবার মুরগিওয়ালা পিছন ফিরে লুঙ্গি উপরে তুইলা কইলো আপনেই দেইখা কয়া দেন আমার বাড়ী কই ?

পান-সুপারি

এক কৃষক সুপারি গাছের গোড়ায় পান গাছ লাগিয়েছে !
পানগাছ বড় হয়ে সুপারি গাছে উঠে গেছে…
একদিন এক পাখি এসে পানপাতায় পায়খানা করে দিল !
তো অন্য এলাকার একলোক
সেখানে গিয়ে এসব দেখে তো অবাক !
একই গাছে পানসুপারি কি করে সম্ভব?
আবার পান পাতায় পাখির বর্জ্য
শুকিয়ে সাদা হয়ে গেছে যাকে লোকটি চুন ভেবেছে!!
তারপর লোকটি পাখির
পায়খানা ভরা পাতা আর গাছের
সুপারি পেড়ে মুখে পুরছে আর বলছে….
“কিবা দেশে আইলাম রে ভাই!
কিবা দেশের গুণ……
একই গাছে পান-সুপারি!
একই গাছের চুন……!

দুই বন্ধু

দুই বন্ধু আলাপ করছে—
প্রথম বন্ধুঃ জানিস দোস্ত, আমার আব্বু না ভীষণ ভুলোমনা আর বেখেয়ালি। আমি প্রতিদিন আব্বুর মানিব্যাগ থেকে টাকা চুরি করি, আব্বু খেয়ালই করেনা।
দ্বিতীয় বন্ধুঃ মুখ গোমড়া করে বলল তবু তো ভালো! আমার আব্বু এতই ভুলোমনা যে .
মানিব্যাগে টাকা রাখতেই ভুলে যায় !