Most commented posts
- আধুনিক ছেলে — 9 comments
- ভাবি এবং দেবর — 8 comments
- একটা চুমো — 7 comments
- পঁচা বাসি গন্ধ — 7 comments
- আমার সাথে বিছানায় যাবেন — 7 comments
Jul 12
আবুল সিনেমা হলে সিনেমা দেখছে। আবুলের পাশের সিটে বসেছে এক বুড়ো। ঐ বুড়োর হাতে একটা ছোট পেপসির বোতল। বুড়ো ৫ মিনিট পরপর বোতলে চুমুক দিচ্ছে। সিনেমায় দুর্দান্ত এ্যাকশন চলছে। কিন্তু একটু পরপর বুড়ো পেপসির বোতলে চুমুক দেওয়ায় আবুলের খুব ডিসটার্ব হচ্ছে। এভাবে অনেকক্ষণ চলার পরে আবুল বিরক্ত হয়ে বুড়োর হাত থেকে পেপসির বোতলটা কেড়ে নিয়ে বললঃ একটুখানি পেপসি খেতে একশোবার চুমুক দিতে হয়? এই দেখেন, কি ভাবে খেতে হয় ! এই বলে সে একচুমুকে বোতলের বাকি পেপসিটুকু খেয়ে ফেলল। বুড়ো ভীষণ অবাক হয়ে বলল একি করলে বাবা ! আমিতো পেপসি খাচ্ছিলাম না !ঐ বোতলে একটু পর পর পানের পিক ফেলছিলাম !
Jul 12
একটা বাচাল বাচ্চা বাসে উঠে ড্রাইভারের পাশে বসলো। বসেই এতো কথা বলা শুরু করলো যে ড্রাইভার বিরক্ত হয়ে গেল। বাচ্চার কথা গুলো এরকমের ‘ আমার আব্বা যদি মোরগ হতো আর আমার আম্মা যদি মুরগী হতো আমি একটা বচ্চা মুরগী হতাম‘একটু পর ছেলেটি আবার বলতেছে ‘আমার আব্বা যদি একটা ছেলে হাতি হতো আমার আম্মা যদি মেয়ে হাতি হতো আমি এ বাচ্চা হাতি হতাম। আবার একটু পর ‘আমার আব্বা যদি একটা ষাঁড় হতো আর আমারআম্মা যদি গরু হতো আমি একটা বাচ্চা গরু হতাম এভাবে বলতে বলতে ড্রাইভারকে সহ্ চূড়ান্ত সীমায় নিয়ে গেল। ড্রাইভার শেষে থাকতে না পেরে ছেলেটিকে বলল ‘তোমার আব্বা যদি একটা মাতাল হতো আর তোমার আম্মা যদি পতিতা হতো তাহলে তুমি ছেলেটি কিছুক্ষন চিন্তা করে বললো তাহলে আমি হতাম বাস ড্রাইভার ।
Jul 11
দুই বন্ধু পিকনিকে গেছে। রাতে একটি তাঁবু টানিয়ে তার ভেতর ঘুমিয়ে পড়ল। মাঝরাতে এক বন্ধু আরেক বন্ধুকে ডেকে তুলল।
১ম বন্ধু : দোস্ত,আকাশ দেখতাছস?
২য় বন্ধু : হ দোস্ত।দেখতাছি তো। ১ম
বন্ধু : কি বুঝলি?
২য় বন্ধু : আকাশে কোন মেঘ নাই। অনেক তারা দেখা যাচ্ছে। তার মানে, আজ বৃষ্টি হবে না।
১ম বন্ধু :ওরে আবহাওয়াবিদের বাচ্চা!!আমাগোর তাবুডা চুরি হইয়া গেছে, এইজন্যই আকাশ দেহা যাইতাছে !
Jul 11
ইংরেজি ক্লাস শূরু হয়ে গেছে।
ইংরেজি স্যার বল্টুকে দেখে বললঃ বল্টু, ইউ আর লেট! হোয়াই ?
বল্টুঃ স্যার, আমাদের গাড়ি কাদার মধ্যে আটকে পড়েছিল।
স্যারঃ নো-নো, টেল মি ইন ইংলিশ।
বল্টুঃ স্যার, Our গাড়ি was পড়িং in কাদা। No নড়িং-চড়িং, only ভুম-ভুম sound করিং !
Jul 11
মফিজ মাষ্টার পরীক্ষার জন্য এমনএক প্রশ্নপত্র বানিয়েছে যা দেখে সব শিক্ষার্থী বেঁহুস হয়েগেছে!!!
কি ছিলো প্রশ্ন? দেখুন ই না তারপর বুঝেন প্রশ্নগুলো হলো নিম্নরুপ:
১/ বাংলাদেশ কোন দেশে অবস্থিত?!
২/ ১৫ এপ্রিল কোন তারিখে আসে?!
৩/ সবুজ রং কোন কালারের হয়?!
৪/ চোর কে বাংলা ভাষায় কি বলা হয়?!
৫/ কবি নজরুলের কবরে কাকে দাফন করা হয়েছে?