Yasin Hossain

Author's posts

দুই চাপাবাজ

এন্টারটিকা  নিয়ে চাপাবাজি করছে দুই চাপাবাজ অনিক আর মেহেদী-

অনিকঃ আমরা একবার এন্টারটিকায় এমন ঠান্ডার মধ্যে পড়েছিলাম যে মোমের শিখাটা পর্যন্ত জমে গেল ফলে ফুঁ দিয়েও মোম নিভাতে পারছিলাম না।

মেহেদীঃ আরে এ আর এমন কী ঠান্ডা? আমরা রাতে যে কথাবার্তা  বলতাম সব জমে যেত পরের দিন আগুনে গলিয়ে সব কথাবার্তা শুনে নিতাম।

 

স্বামী আর পেঁচার মধ্যে কোন পার্থক্য নেই

নতুন বিয়ে হওয়া বান্ধবীকে প্রশ্ন করল শায়লা- কী রে তোর বর কেমন?

বান্ধবীঃ স্বামী আর পেঁচার মধ্যে কোন পার্থক্য নেই!

শায়লাঃ কেন, এমন কথা বলছিস কেন?

বান্ধবীঃ  বলছি কারণ স্বামীরা তাদের বউদের সব ভাল জিনিস শুধু রাতের বেলাই খুজে পায়।

মদের বদলে বউ

এক ইংরেজ যুবক বারে গিয়ে দেখে, বারের লোকটি সবাইকে বিনে পয়সায় মদ খাওয়াচ্ছে । যুবকটি এর কারন জানতে চাইল।

একটু আগে এক লোক একটি  মেয়েকে উপরে ধরে নিয়ে গেছে,দেখেছ!

যুবকঃ হ্যাঁ, দেখেছি।

লোকঃ ওকে চেন?

যুবকঃ না।

ঐ লোকটি এই বারের মালিক আর মেয়েটা আমার স্ত্রী। এই মুহূর্তে লোকটি আমার স্ত্রীর সাথে যে আচরণ করছে আমিও তার ব্যবসার সাথে সেই আচরণ করছি!

মরলেই তো বাঁচে

স্ত্রী মৃত্যুশয্যায়। পাশে স্বামী-

স্ত্রীঃ ওগো কথা দাও আমি মারা গেলে তুমি আর বিয়ে করবে না?

স্বামীঃ দু মিনিট সময় দাও।

স্ত্রীঃ দু মিনিট কেন?

স্বামীঃ পলির সাথে একটু  আলোচনা করে নেই।

 

আবুল খুব অসুস্থ

আবুল খুব অসুস্থ।ডাক্তার আবুলকে চেক-আপ করে আবুলের বউকে বাইরে ডেকে নিয়ে বলল— উনার হার্টের অবস্থা ভালো নয়। উনাকে প্রতিদিন ভালো-ভালো খাবার রান্না করে খাওয়াবেন। উনার সাথে ভালো ব্যবহার করবেন। শাড়ি-গয়না কেনার জন্য টাকা- পয়সা চেয়ে বিরক্ত করবেন না।বাসায় কোনো টিভি সিরিয়াল দেখবেননা। এভাবে ৬ মাস চললেই উনি সুস্থ হয়ে উঠবেন। ডাক্তার চলে গেলে আবুল তার বউয়ের কাছে জানতে চাইল যে, ডাক্তার কি বলেছে? আবুলের বউ উত্তর দিল তোমার বাঁচার আর কোন আশাই নেই গো।