Yasin Hossain

Author's posts

মিসেস জেসমিন

মিসেস জেসমিন বাড়িত দোতলায় মিস্ত্রি দিয়ে রং করাচ্ছিলেন। কিছুক্ষণ পর তার মনে হল মিস্ত্রি খুব ধীরে ধীরে কাজ করছে। রান্নাঘর থেকে উপর দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠলেন তিনি, কি, কাজ করছ তো, নাকি ফাঁকি মারছ?
– না, কাজ করছি।
– আমি তো কোন আওয়াজ পাচ্ছি না।
– হাতুড়ি দিয়ে তো আর রং করা হয় না। আওয়াজ পাবেন কীভাবে?

Waiting Room

এক মেয়ে ভুল করে অন্য ট্রেনে উঠে পড়ল ৷
পরের ষ্টেশনে নেমে এক খোড়া লোককে জিজ্ঞাস করল : এইটা কোন ষ্টেশন ?
কিন্তু হৈ চৈ এর কারনে উত্তর শুনতে না পেয়ে লোকটাকে ধরে টেনে Waiting Room এ
নিয়ে আবার জিজ্ঞাস করল : এইটা কোন ষ্টেশন ?
লোকটা (রাগান্বিত হয়ে) : একশবার কইরা কইলাম যে এইডা রেল ষ্টেশন, আর আপনে বিশ্বাসই করতাছেন না ?

তেলাপোকা আর বিবাহিত পুরুষের

বলুন তো তেলাপোকা আর বিবাহিত পুরুষের মাঝে সম্পর্ক কোথায় ?
দুটোকে দেখলেই মেয়ে দের চিৎকার শুরু হয়ে যায়।
এবার বলুন তো তেলাপোকা আর বিবাহিত পুরুষের মাঝে পার্থক্য কোথায় ?
তেলাপোকা দেখে ভয় পেয়ে চিল্লায়, আর স্বামী কে দেখলে চিল্লায় ভয় দেওয়ার জন্য।

গার্লফ্রেন্ডকে পটাবে

চান্দু ও তার এক বন্ধুর মধ্যে কথাহচ্ছে!!
চান্দুঃ ঐ জানস আমার এক বন্ধু জোরকরে আমার মোবাইল থেকে আমার গার্লফ্রেন্ডের নাম্বার চুরি করসে!!
বন্ধুঃ বলিস কি?? এখন কি করবি।
চান্দুঃ আমি আবার কি করব?? ও তো পাগল হয়ে একের পর এক এসএমএস করতেসে!!
বন্ধুঃ আরে ব্যাটা তোর গার্লফ্রেন্ডকে পটাবে দেখেই তো নাম্বার নিসে!!
চান্দুঃ আরেহ রাখ!! নিজের বোনকে কি পটানো যায়??
বন্ধুঃ মানে!!!!!!
চান্দুঃ আমি তো ওর ছোটবোনের সাথেই প্রেম করি!

Over Acting

এক মেয়ে স্বর্গে চলে গেছে..
তো যেয়েই বলছে: আজ হয়তো আমি পৃথিবীতে নেই কিন্তু আমার হৃদয়টা এখনো বেঁচে আছে.. এবং এই হৃদয়টা শুধুমাত্র আমার বয়ফ্রেন্ডের জন্য!
এ কথা শুনে ঈশ্বর সঙ্গে সঙ্গে তাকে নরকে পাঠিয়ে দিল!

কেন বলুন তো??

:Over Acting এর জন্য।