Yasin Hossain

Author's posts

গরম কি আছে

একদিন এক লোক রেস্টুরেন্টে গেল—
লোকঃ এই, গরম কি আছে ?
বালকঃ বিরানী, খিচুরি, তেহারি।
লোকঃ আরো গরম কি আছে ? বালকঃ মোগলাই পরোটা, পুরি।
লোকঃ আরো গরম কি আছে ?
বালকঃ দুধ, চা, কফি।
লোকঃ আরো গরম কি আছে ?
বালকঃ (বিরক্ত হয়ে) আছে চুলার জ্বলন্ত কয়লা।
লোকঃ যা এক প্লেট নিয়া আয়।
বালকঃ কেনো? কি করবেন ?
লোকঃ বিড়ি জ্বালামু।

হায় রে কপাল।

এক দোকানে আগুন লেগেছে। এটা দেখে গাবলু চিন্তা করল, দোকানের ভেতর আটকে পড়াদের উদ্ধার করতে হবে। গাবলু আগুন পেরিয়ে দোকানের ভেতর ঢুকে ৬জনকে বাইরে বের করে আনল। কিছুক্ষণ পর পুলিশ এসে গাবলুকে ধরে নিয়ে গেল। তার বন্ধু থানায় গিয়ে পুলিশকে জিজ্ঞেস করল, ‘গাবলু তো আগুন থেকে মানুষকে উদ্ধার করেছে। সে তো কোনো অপরাধ করেনি।’ কথা শুনে পুলিশ রেগে গিয়ে বলল, ‘অপরাধ করেনি মানে? সে দোকান থেকে যাঁদের বাইরে নিয়ে এসেছে, সবাই ফায়ার সার্ভিসের কর্মী ।

একের ভিতরে দুই

১ ।স্যার: এমন ১ টা বিপদের নাম বল ,যা থেকে উদ্ধার হলেও বিপদ, না হলেও বিপদ।
ছাত্র: লুঙ্গিতে আগুন লাগলে খুললে ও বিপদ, পরে থাকলে ও বিপদ!

২। ক্লাসে এক মেয়ে বলতেছে- বল তো কারা বেশি রাগ করে? ছেলেরা না মেয়েরা?
বল্টু : অবশ্যই মেয়েরা ।
মেয়ে : কীভাবে?
বল্টু :আমি যদি তোমাকে একটা চুমু দেই তাহলে তুমি রাগ করবে কিন্তু
তুমি আমাকে চুমু দিয়ে দেখ আমি কখনো-ই রাগ করব না!
বল্টু ROOCKS…..
মেয়ে SHOOCKS….।

মাতালের হারিকেন।

এক মাতাল সন্ধার দিকে পকেট থেকে ১টা ম্যাচ বের করে একের পর এক কাঠি ঘষে চললো। কিন্তু কোন কাঠিই জ্বলছে না । অবশেষে একটা কাঠি জ্বলে উঠলো। তখন সে অতিযত্নে কাঠিটা নিভিয়ে ম্যাচ বাক্সে রেখে দিল । কি রে, পোরা কাঠি আবার রেখে দিলি কেন ? আরে বন্ধু, পুরো ম্যাচে মাত্র একটা কাঠি ভাল। এখনি যদি ব্যবহার করে ফেলি তবে বাসায়
যেয়ে হারিকেন জ্বলাব কি দিয়ে?

ল্যও ঠ্যলা

দুই ভদ্রলোক আলাপ করছে—
প্রথম লোকঃ ভাই, আমার মেয়েটা যা পাকা পেকেছে না! সেদিন দেখি আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে লিপস্টিক লাগাচ্ছে।
দ্বিতীয় লোকঃ তাও তো ভালো, কমই পেকেছে! আমার ছেলেটা তো একেবারে গোল্লায় গেছে! সেদিন দেখি আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে লিপস্টিক মুছছে !
ল্যও ঠ্যলা