Yasin Hossain

Author's posts

স্বামীর প্রতি ভালবাসা

হিলাদের সেমিনার চলছে। টপিক :- স্বামীর প্রতি ভালবাসা।
প্রথম প্রশ্ন :-আপনারা কি আপনাদের স্বামীকে ভালবাসেন? সবাই উত্তর দিলো, হ্যাঁ ভালোবাসি।
দ্বিতীয় প্রশ্ন :- আপনাদের স্বামীদের শেষ কবে I love u. বলছেন?
উত্তরে কেউ বলল, আজ সকালে, কেউ কাল রাতে, কেউ কেউ কিছুদিন আগে। এখন তাদের মোবাইল থেকে I love u. ম্যাসেজ লিখে স্বামীদের. পাঠাইতে বলল। আর reply কি আসে? তা পড়তে বলল। স্বামীদের reply এমন ছিলো।
১) আমার বাচ্চাদের আম্মা। তুমি পাগল হইছো নাকি?
২) এখন আবার কি করছো? গাড়ি তো এক্সিডেন্ট করো নাই?
৩) কি হইছে? কিছুই তো বুজলাম না!
৪) কি করছো তুমি? আইজকা তো তুমি শেষ!
৫) এখন আবার কি চাই? কতো টাকা লাগবো?
৬) স্বপ্নের মাঝে তো ম্যাসেজ করো নাই?
৭) এই ম্যাসেজ তো ভুল করে পাঠাও নাই?
৮) তুমি বলছিলে পার্টিতে যাবে। বেশী তো খেয়ে ফেলো নাই।
৯)?,?,?,?
১০) তুমি কে?

I am sorry

ডাক্তার: I am sorry, আপনার ছেলে মারা গেছে।
ছেলে: ছেলে উটে বলল, না বাবা আমি মরিনাই ।
বাবা: চুপ বেয়াদব, তুই ডাক্তার এর চেয়ে বেশি বুঝিজ নাকি?

মশা বিয়েটা ভেঙে দিল

১ম বন্ধুঃ কিরে আজ না তোর বিয়ে?
২য় বন্ধুঃ আর বলিসনা, বিয়েটা ভেঙে গেছে!
১ম বন্ধুঃ কেন, কী হয়েছে?
২য় বন্ধুঃ মশা মেরেছিলাম।
১ম বন্ধুঃ মশা মারলে বুঝি বিয়ে ভেঙে যায়?
২য় বন্ধুঃ হ্যা, কারণ মশাটা বসেছিলো আমার. শশুড়ের গালে !

উনি কি তোমার স্বামী

ছেলেঃ আচ্ছা, কালকে যিনি আমার ফোন রিসিভ করলেন, উনি কি তোমার স্বামী?
মেয়েঃ ছি ! আপনি এটা বলতে পারলেন ! আপনার মুখে বাঁধলো না?
ছেলেঃ সরি, ভুল হয়ে গিয়েছে। কিছু মনে করো না প্লিজ !
মেয়েঃ ইটস ওকে।
ছেলেঃ আচ্ছা উনি তাহলে কে ছিলেন ?
মেয়েঃ আমার ছেলে, ক্লাস টেনে পড়ে !!!

হারমোনিয়াম আর বন্দুক

হারমোনিয়াম আর  বন্দুকের দোকান দিয়েছে আরিফ। দোকানে একদিন হাজির বন্ধু সুমন।
সুমন : কিরে, তুই তো দুইটা দুই প্রান্তের জিনিসের দোকান খুলেছিস! বিক্রিটিক্রি হয়?
আরিফ : হয় মানে? বলিস কী?
দুটোই সমানতালে বিক্রি হয়!
সুমন : কীভাবে?
আরিফ : কেউ হারমোনিয়াম কিনলেই কদিনবাদে তার প্রতিবেশী আসে বন্দুক কিনতে!