Most commented posts
- আধুনিক ছেলে — 9 comments
- ভাবি এবং দেবর — 8 comments
- একটা চুমো — 7 comments
- পঁচা বাসি গন্ধ — 7 comments
- আমার সাথে বিছানায় যাবেন — 7 comments
Dec 11
স্বামী তার গর্ভবতী স্ত্রীর খোঁজ নেওয়ার জন্য হাসপাতালে ফোন করলো। কিন্তু সে ভুলে ক্রিকেট স্টেডিয়ামে ফোন করে জিজ্ঞেস করলো?
স্বামী :- এখন অবস্থা কেমন? আর, উত্তর শুনে তো স্বামী বেহুঁশ ওপাশ থেকে উত্তর দিলো, অবস্থা ভালই ৩জন আউট হইছে। আর আশা করি বাকি ৭জন লাঞ্চের পরে আউট হবে।
Dec 11
অনন্ত জলিলের মুভি দেখার পর, James Bond আত্মহত্যা করছে। কিন্তু কেন? কারণ, অনন্ত জলিল খালি পিস্তল নিয়ে ভিলেনর সামনে গেছে। ভিলেন গুলি করছে আর অনন্ত জলিল সেই গুলি ধরে তার পিস্তলে ভরে ভিলেনকে মেরে ফেলছে।
Dec 11
স্বামী রুমে বসে বসে DVD দেখতেছিলো। আছানাক জোরে জোরে চিল্লাতে চিল্লাতে বলতে লাগলো ooowwwwww noooooooooooooo!!! গাড়ি থেকে নামিস না! গাড়ি থেকে নামিস না!! গাড়ি থেকে নামলে তুই সর্বনাশ হয়ে যাবি পাগোল! গাড়ি থেকে নামলে তোর জীবনের সুখ সান্তি নস্ট হয়ে যাবে!! স্বামীর উত্তেজিত কণ্ঠে চিল্লা চিল্লি সুনে স্ত্রী এসে বলল।
কি ব্যাপার DVD তে কি দেখে এতো চিল্লাচ্ছ?
স্বামী নরম গোলায় বললঃ- আমাদের বিয়ের DVD
Dec 11
২ জন পাগল একটি পাগলা গারদে বসে ছিল। একজন ছিল গামছা পরা, আরেকজন ছিল ন্যাংটা। হঠাত্ গামছা পরা পাগল ন্যাংটা পাগলকে বলল, তুই তো দেখি একেবারেই পাগল হয়ে গেছিস!
ন্যাংটা পাগল : কেন?
গামছা পরা পাগল : আজ মন্ত্রী আসবে আমাদের পাগলা গারদ পরিদর্শন করতে আর তুই ন্যাংটা হয়ে বসে আছিস?
ন্যাংটা পাগল : এখন আমি কী করি বল তো?
গামছা পরা পাগল : নে ধর, অন্তত আমার গামছাটা পরে থাক।
Dec 10
মন্টু একদিন দুপুরে বসে আছে। হটাৎ একটা মশা এসে মন্টুকে কামড় দিলো।:
মন্টু :- (রেগে গিয়ে) এখন দিনের বেলায়ও কামড় দিতে হবে?
মশা:- কি করমু সাহেব? গরীব মশা আমি। মা- বাবা হাসপাতালে ভর্তি। ঘরে বিয়ের উপযুক্ত বোন আছে। সেদিন তার বিয়ে ঠিক হইছে। ছেলে পক্ষ ১লিটার রক্ত যৌতুক দাবি করছে।
তাই ওভারটাইম করতেছি।