Most commented posts
- আধুনিক ছেলে — 9 comments
- ভাবি এবং দেবর — 8 comments
- একটা চুমো — 7 comments
- পঁচা বাসি গন্ধ — 7 comments
- আমার সাথে বিছানায় যাবেন — 7 comments
Jan 18
একদিন সাদ্দাম,লাদেন ও বুশের বিচার চলছিল। তাদের শাস্তি হলো ২০টা করে বেত্রা ঘাত। বিচারক প্রথমে বুশকে বললেন শাস্তি পাওয়ার আগে তোমার শেষ ইচ্ছা কি? বুশ বলল আমার পিঠে একটি বালিশ বাধা হোক,বুশের পিঠে বালিশ বাধা হল। ১০ বারি দেওয়ার পর বালিশ গেল ফেটে।বহুকষ্টে বুশ বাকি বেত্রাঘাত সইল। এরপর লাদেন কে বলল তোমার শেষ ইচ্ছা কি? লাদেন বলল আমার পিঠে দুইটা বালিশ বাধা হোক। তো লাদেন কে কোন আঘাত সইতে হল না। অবশেষে সাদ্দামকে বলা হলো তোমার শেষ ইচ্ছা কি???
সাদ্দাম বলল,আমার পিঠে বুশকে বাধা হোক!!!
Jan 17
এক বুড়া বাপ তার ছেলেকে জেলে চিঠি লিখেঃ ‘বেটা, আমার অনেক বয়ষ হইছে। এত বড় ক্ষেত খুদে আলু চাষ করা আমার পক্ষে সম্ভব না। তুই থাকলে একটু সাহায্য করতে পারতি।
ছেলে জেল থেকে বাবাকে চিঠিতে জবাব দেয়ঃ ‘তুমি ক্ষেত খুইদ না। ক্ষেতে আমি আমার অস্ত্র লুকিয়ে রাখছি।’
পরেরদিন কতগুলো পুলিশ গিয়ে পুরো ক্ষেতখুদে দেখ্ল, কিন্তু অস্ত্র পেলো না।
ছেলে আবার তার বাবাকে চিঠি লিখ্লঃ ‘বাবা,আমি জেলে থেকে তোমার এতটুকু সাহায্যই করতে পারলাম। এখন শুধু আলুর বীজ লাগিয়ে দেউ।‘
Jan 17
এক ট্রেনে করে বল্টু আর এক চাইনিজ লোক কোথাও ভ্রমন করতে যাচ্ছিলো। তো তাদের সেই কামরায় হঠাৎ করে একটা তেলাপোকা ঢুকে পরে। চাইনিজ লোকটা সাথে সাথে সেই
তেলাপোকা ধরে কচকচ করে খেয়ে ফেলে। বল্টু তো দেখে অবাক। কিছুক্ষন যাবার পর আবার আরেকটা তেলাপোকা সেই কামরায় ঢুকে পরে। এবার বল্টু খপ করে সেই
তেলাপোকা ধরে ফেলে আর চাইনিজ লোকটাকে দেখিয়ে দেখিয়ে বলে, “একদাম বিশ টাকা! কিনবি?”
** বাঙালীতো !
বুদ্ধিতো হবেই!
Jan 17
বিয়ের আগে এক মেয়ে তার বান্ধবীকে বলছে, দোস্ত ফুটা তো বড় হয়ে গেছে স্বামী যদি বুঝতে পারে?
বান্ধবীঃ অসুবিধা নাই, যখন করবে তখন জোরে জোরে চিৎকার করবি ওরে বাবা রে মরে গেলাম রে।
বাসর রাতে লাইট বন্ধ করার কিছুক্ষণ পর হঠাৎ অন্ধকারে স্বামীও চিৎকার শুরু করছে বউও চিৎকার শুরু করছে ওরে বাবারে মরে গেলাম রে।<
বউ চিত্কার থামিয়ে অবাক হয়ে জিজ্ঞাস করলো, কি ব্যাপার? কি হলো? এত জোরে জোরে চিৎকার করছো কেন?
স্বামী খেপে গেয়ে বললো, আমার বিচিসহ ভিতরে চলে গেছে, চিত্কার করবো নাকি আর কি করবো!
Jan 17
বল্টুর বউ খুব রাগি, বল্টুও তার বউকে খুব ভয় পায়| একদিন সন্ধায় বল্টু খাটের উপর বসে ১টাকার দুটা কয়েন হাতে নিয়ে টুং টুং টুং শব্দ করছে| এটা দেখে তার বউ রেগে গিয়ে বলল, “কি করতেছ এইসব, হ্যাঁ?? বন্ধ করো!!” বল্টুও ভয়ে কয়েন দুটা পকেটে রেখে দিল|| রাতে তার বউ দরজা জানালা সব বন্ধ করে, আলো নিবিয়ে বল্টুর মুখের
কাছে মুখ নিয়ে গিয়ে আদুরে গলায় বলল, “করতে ইচ্ছা করতেছে?? করবা??” বল্টু মাথা নেড়ে হ্যাঁ সম্মতি জানলো, তা দেখে বউ খাটে শুয়ে পড়ল আর বলল, “করো তাহলে”|
তা শুনে খুশি হয়ে বল্টু তার পকেট থেক কয়েন দুটা বের করে আবারো টুং টুং টুং শব্দ করতে লাগল….!